viral video

মুম্বইয়ের রেলস্টেশনে চাট বিক্রি করছেন ভারতীয় শিল্পপতি! ভিডিয়ো দেখে চমকাল সমাজমাধ্যম

এক্স হ্যান্ডলে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে স্টলে দাঁড়িয়ে চাট বিক্রি করছেন সেই ব্যক্তি। ওই ব্যক্তির চেহারার সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সাদৃশ্য চোখে পড়ার মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:০৫
Share:

ছবি: সংগৃহীত।

অবিকল গৌতম আদানি। মুম্বইয়ের অন্ধেরি রেলস্টেশনের কাছে এক জন চাটবিক্রেতার চেহারা দেখলে ভুল করতে পারেন যে কেউই। ওই ব্যক্তির চেহারার সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সাদৃশ্য এতটাই, যা দেখে হতবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক্স হ্যান্ডলে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টলে দাঁড়িয়ে চাট বিক্রি করছেন সেই ব্যক্তি। এক ব্যক্তি একটি ফোন ধরে আছেন যেখানে আদানির একটি ছবি দেখানো হয়েছে। সেই ছবি দেখে বোঝা গিয়েছে দু’জনের চেহারা কতটা সাদৃশ্যপূর্ণ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োটি মোস্টলি মোমেন্টাম নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার সময় মজার ছলে লেখা হয়েছে, ‘‘গৌতম আদানির ভাই অন্ধেরি রেলস্টেশনের কাছে চাট বিক্রি করছেন, অন্য দিকে গৌতম এক জন কোটিপতি। তবুও তিনি তার ভাইয়ের কাছ থেকে কোনও সাহায্য পান না। দুঃখজনক।’’ এই মন্তব্যটি কৌতূহল আরও বাড়িয়ে তোলে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়ো দেখে। অনেকেই মজার মজার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ। অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য জুড়ে দিয়েছেন ভিডিয়োয়। ভিডিয়ো দেখে দেড় হাজার দর্শক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। কেউ কেউ আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আদানির মতো টেসলা কর্তা ইলন মাস্কের চেহারার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাওয়া গিয়েছে পাকিস্তানের এক যুবকেরও। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement