ছবি: প্রতীকী।
উদ্দেশ্যে ছিল ডাকাতি। রেস্তরাঁর ভিতরে ঢুকে লুটপাট করার আগে সেখানে সঙ্গমে লিপ্ত হলেন এক দম্পতি। সেই ঘটনা ধরা পড়ে যায় রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরায়। ডাকাতি করার আগে ওই যুগল যৌন সম্পর্ক স্থাপন করেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রেস্তরাঁয় গত শনিবারের ঘটনাটি ঘটে। শনিবার স্থানীয় সময় ভোর ৩:৫০ মিনিটে অ্যারিজ়োনার স্কটসডেলের ওল্ড টাউন সেকশনের একটি রেস্তরাঁয় অদ্ভুত কাণ্ডটি ঘটে।
ডাকাতির ঘটনার তদন্তে এসে পুলিশ দেখেন এক দম্পতি রেস্তরাঁর মধ্যে ঢুকে গোলাপের ছবি আঁকা দেওয়ালের কাছে যৌন কার্যকলাপে মেতে উঠেছেন। ঘনিষ্ঠতার পর দু’জনে রেস্তরাঁয় ঢুকে পড়েন। জিনিসপত্র চুরিও করেন ওই দম্পতি। প্রায় ৪৫০ ডলার নগদ এবং একটি আইফোন ৫ চুরি করেন। ফোনটি এক কর্মীর বলে জানা গিয়েছে। যাওয়ার আগে তাঁরা এক বোতল মদও নিয়ে যান। তা ছাড়াও দু’টি দরজা ভাঙচুর করেন। তার পর সেখান থেকে চম্পট দেন।
রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, যেখানে ওই দু’জন ডাকাত ঘনিষ্ঠ হয়েছিলেন সেটি রেস্তরাঁর একটি বিশেষ জায়গা। ফুলের সাজসজ্জা এবং গোলাপের ছবি দিয়ে সাজানো দেওয়ালটির সামনে ক্রেতারা নিজস্বী, রিল বা ভিডিয়ো তুলতে পছন্দ করেন। রেস্তরাঁর মালিক লেক্সি ক্যালিস্কান জানিয়েছেন, ঘটনাটি সত্যিই অদ্ভুত। ফুটেজে সন্দেহভাজনদের স্পষ্ট ছবি ধরা পড়েছে। রেস্তরাঁটি সমাজমাধ্যমে ফুটেজ পোস্ট করে জিজ্ঞাসা করেছে কেউ তাঁদের চিনতে পারেন কি না? এখনও পর্যন্ত দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়নি।