bizarre incident

রিলের জন্য সমস্ত গণ্ডি পেরোলেন মত্ত যুবক! নজরে পড়তেই জুটল চপেটাঘাত

যুবকটিকে গাড়ির উপরে আপত্তিকর অবস্থানে বসে থাকতে দেখা গিয়েছে, যা একটি রিল তৈরির অংশ বলে জানা গিয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১
Share:

ছবি: সংগৃহীত।

রিল তৈরির নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার অনেক উদাহরণই সমাজমাধ্যমের পাতায় দেখা যায়। সমাজমাধ্যমে নজর কাড়তে বিচিত্র সব কাণ্ড ঘটান বিষয়বস্তু নির্মাতারা। এ বার সম্পূর্ণ নগ্ন অবস্থায় গাড়ির ছাদে বসে থেকে রিল তৈরি করলেন এক যুবক। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের জবলপুরে একটি বিলাসবহুল গাড়ির ছাদে নগ্ন অবস্থায় এক যুবককে ভিডিয়ো করতে দেখা গিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুবকটিকে গাড়ির উপরে আপত্তিকর অবস্থানে বসে থাকতে দেখা গিয়েছে, যা একটি রিল তৈরির অংশ বলে জানা গিয়েছে। তিনি নেশাগ্রস্তও ছিলেন। ঘটনাটি মাধোয়াতাল থানা এলাকায় ঘটেছে। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে। এই ধরনের আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

প্রকাশ্যে এই ঘটনা দেখে থ হয়ে যান পথচলতি মানুষ। ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসীরা। গাড়িটিকে থামিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন তাঁরা। যুবকটিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান তাঁর। উলঙ্গ যুবককে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেকেই। তাঁকে মারধরও করা হয়ে বলে জানা গিয়েছে। সেই সময় অবশ্য তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement