Bizarre

প্রেমিকার জন্য গর্ভনিরোধক বড়ির দাম মেটাতে গিয়ে তরুণের পরকীয়া ফাঁস! স্ত্রীর হাতে ধরা পড়তেই ভাঙল সংসার

প্রেমিকার জন্য গর্ভনিরোধক বড়ি কেনার পর অনলাইনে টাকা মেটাতে গিয়ে সমস্যায় পড়েন তরুণ। লেনদেনটি সম্পন্ন হয়নি। তাতেই ফাঁস হয়ে গিয়েছে তরুণের পরকীয়ার ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ০৭:৫০
Share:

ছবি: এ আই।

ফোন বা মেসেজের সূত্র ধরে স্বামী বা স্ত্রীর পরকীয়া ধরার ঘটনা খুবই সাধারণ। গর্ভনিরোধক বড়ি কিনতে গিয়ে পরকীয়া ধরা পড়ার নজির বোধহয় খুব কমই আছে। এক যুবকের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। ওষুধের দোকানে বিল মেটানোর সময় স্ত্রীর কাছে তাঁর গোপন সম্পর্কের রহস্য ফাঁস হয়ে গিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী তরুণ ওষুধের দোকানে গিয়ে জন্মনিয়ন্ত্রণের ওষুধ কেনার পর বিপাকে পড়েন। তাঁর পরকীয়ার কথা জানতে পেরে যান তাঁর স্ত্রী।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চিনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াঙের একটি দোকানে গিয়ে প্রেমিকার জন্য গর্ভনিরোধক বড়ি কেনার পর অনলাইনে টাকা মেটাতে গিয়ে সমস্যা হয়। লেনদেনটি সম্পন্ন হয়নি, টাকা জমা পড়েনি ওষুধের দোকানের অ্যাকাউন্টে। তাই ওষুধের দোকান থেকে তরুণের স্ত্রীর কাছে ২০০ টাকার বিলটি চাওয়া হয়। তরুণের স্ত্রী জানতে পারেন গর্ভনিরোধক বড়ির জন্য এই বিল হয়েছে। তাতেই তিনি কিছুটা অবাক হয়ে যান। পরে স্বামীকে জিজ্ঞাসাবাদ করতেই বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নেন তরুণ। স্বামীর পরকীয়ার কথা জানার পর স্ত্রী বিচ্ছেদের আবেদন জানান।

তরুণ তাঁর সংসার ভাঙার জন্য ওষুধের দোকানকে দায়ী করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। এই ঘটনায় চিনের এক আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলে তরুণ আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন। তবে জোরালো প্রমাণ না থাকলে এই মামলা ধোপে টিকবে না বলেই মত তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement