viral video

বাঁশির তালে ফণা তুলে খেলা দেখাতে ঝাঁপি থেকে বেরোল গোখরো, সাপুড়েকে ঘোল খাইয়ে চম্পট দিল নর্দমা দিয়ে

বাঁশির তালে তালে খেলা দেখানোর বদলে গোখরোটি একটি অদ্ভুত কাজ করে বসে। সুযোগ বুঝে মালিককে ফাঁকি দিয়ে চম্পট দেয় বিষধর সরীসৃপটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১১:৫১
Share:

ছবি: সংগৃহীত।

খেলা দেখানোর জন্য ঝাঁপি থেকে ভয়ানক বিষধর সাপ বার করেছিলেন এক প্রৌঢ়। বাঁশি বাজিয়ে সাপটিকে নাচানোর প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন তিনি। সবই ঠিক চলছিল। ঝাঁপি থেকে সাপটি বেরোনোর পর যা খেল দেখাল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মালিক। সাপুড়ে তাঁর বাশি দিয়ে গোখরোটিকে নাচানোর চেষ্টা করতেই ঘটে গেল এক মজার কাণ্ড। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই প্রৌঢ় সাপুড়ে তাঁর ঝাঁপি থেকে মাঝারি আকারের গোখরোটিকে বার করে বাঁশি বাজাতে থাকেন। বাঁশির তালে তালে খেলা দেখানোর বদলে গোখরোটি একটি অদ্ভুত কাজ করে বসে। সুযোগ বুঝে মালিককে ফাঁকি দিয়ে চম্পট দেয় বিষধর সরীসৃপটি। কিছু বুঝে ওঠার আগেই সাপটি সরসর করে নর্দমা দিয়ে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা করে সাপুড়ে ব্যর্থ হন। সাপটি খোলা নর্দমার ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে যায়। পরবর্তী কালে কী ঘটেছিল তা ভিডিয়ো থেকে জানা যায়নি।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘পালসজাট২০২৪’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ৭ হাজার ৬০০ লাইক জমা পড়েছে ভিডিয়োয়। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে নানা মজার মজার মন্তব্য করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি শুনেছিলাম বাঁশি বাজালে সাপ আসে, প্রথম বার কোনও সাপকে বাঁশি শুনে পালিয়ে যেতে দেখলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement