viral video

দু’হাজার টাকার ডিম কিনে দাম না দিয়ে চলে গেলেন যুবক! ‘ডিমচোর’ আখ্যা পেতেই মেটালেন টাকা

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে পাঞ্জাবি ও জহরকোট পরা এক ব্যক্তি ডিম কিনতে এসেছেন। দোকানির হাত থেকে কয়েকটি ডিমের ক্রেট নিয়ে তিনি সেগুলি গাড়িতে থাকা ব্যক্তির হাতে তুলে দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:৫০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

দোকান থেকে ডিম নিয়ে দাম না চুকিয়েই চলে গেলেন এক ব্যক্তি। এক-আধটা ডিম নয়, ৬ ক্রেট ডিমের ২১০০ টাকা না দিয়েই গাড়িতে উঠে পালিয়ে যান সেই ব্যক্তি। এমনটাই অভিযোগ তুলেছিলেন ডিমবিক্রেতা। পরদিন সকালে সেই ডিমের দাম দিতে ফিরে এলেন ক্রেতা। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিয়ো ভাইরাল হতেই লজ্জায় টাকা ফেরত দিতে চলে এসেছেন ওই ব্যক্তি, এমনটাই দাবি সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভলাইয়ানায়। রাস্তার ধারের একটি দোকানে গাড়ি থামিয়ে ডিম কিনতে আসেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো হাতে এসেছে আনন্দবাজার অনলাইনের।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে পাঞ্জাবি ও জহরকোট পরা এক ব্যক্তি ডিম কিনতে এসেছেন। দোকানির হাত থেকে কয়েকটি ডিমের ক্রেট নিয়ে তিনি সেগুলি গাড়িতে থাকা ব্যক্তির হাতে তুলে দেন। পরে দোকানি নিজে বাকি ডিমের ক্রেট নিয়ে গাড়িতে বসে থাকা ব্যক্তির হাতে তুলে দেন। গাড়িতে বসে থাকা ব্যক্তি ফোন বার করে দোকানিকে কিছু বলেন। দোকানি নিজের টেবল থেকে কিউআর কোডের স্ক্যানারটি নিয়ে যান গাড়িতে। পরের দৃশ্যটি দেখানো হয়নি ভিডিয়োয়। সমাজমাধ্যমে দাবি করা হয়েছে টাকা না দিয়েই চলে যান ক্রেতারা। তাঁদের ‘ডিমচোর’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

পরদিন সকালে টাকা ফেরত দিতে এসে ডিম নিতে আসা ব্যক্তি জানিয়েছেন তাঁরা অনলাইনে টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দোকানির অ্যাকাউন্টে পৌঁছয়নি। রাতে তাঁরা দোকানে এসে খোঁজ নেন। তত ক্ষণে দোকানটি বন্ধ হয়ে গিয়েছিল বলে দাবি জানান ক্রেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement