Viral Video

শৌচাগার থেকে বেরোতেই বৃদ্ধার গলায় হ্যাঁচকা টান! সোনার হার ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল দুষ্কৃতী

ট্রেনের শৌচালয় থেকে বেরিয়ে আসছেন দুই বৃদ্ধা। কামরার দরজায় দাঁড়িয়ে ছিল সেই দুষ্কৃতী। প্রথম বৃদ্ধার পিছু পিছু আসছিলেন দ্বিতীয় জন। তাঁর গলা থেকে টান মেরে হার ছিনিয়ে নিয়ে পালান যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১১:২৩
Share:

ছবি: সংগৃহীত।

বৃদ্ধার গলা থেকে টান মেরে হার ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেনের কামরা থেকে লাফ দিল এক দুষ্কৃতী। চোখের পলক ফেলতে না ফেলতেই সোনার গয়না ছিনতাই করে চম্পট দেয় সে। কামরার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতেই ‘হাতের কাজ’ সেরে ওই দুষ্কৃতী চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। সেই ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। সমাজমাধ্যমে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ট্রেনের সংরক্ষিত কামরা থেকে এই ভাবে ছিনতাইয়ের ঘটনা দেখে বিস্মিত নেটপাড়া। ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের শৌচালয় থেকে বেরিয়ে আসছেন দুই বৃদ্ধা। কামরার দরজায় দাঁড়িয়েছিল সেই দুষ্কৃতী। প্রথম বৃদ্ধার পিছু পিছু আসছিলেন দ্বিতীয় জন। ট্রেনের দুলুনিতে ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হচ্ছিল দু’জনেরই। প্রথম জন এগিয়ে গেলে দ্বিতীয় বৃদ্ধা হাত ধোওয়ার জন্য বেসিনের দিকে এগোতেই তাঁর দিকে ছুটে এসে গলা থেকে হারটি টেনে ছিঁড়ে নেয় দুষ্কৃতী। হারটি ছিনিয়ে নেওয়ার ফলে বৃদ্ধা ভারসাম্য হারিয়ে ফেলেন। মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যান তিনি। হারটি হস্তগত হওয়ার পরই যুবক দরজা দিয়ে বিপজ্জনক ভাবে লাফ দেন।

১৫ সেকেন্ডের ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। ভিডিয়োটি আড়াই লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘যে ভাবে ছিনতাইকারী পড়ে গিয়েছে, নিশ্চিত যে লোকটি হয় মারা গিয়েছে বা মারাত্মক আহত হয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘যাত্রীদের, বিশেষ করে বয়স্কদের আরও সাবধানতা অবলম্বন করে রেলসফর করা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement