—প্রতীকী ছবি।
সাপ ধরতে গিয়ে কামড় খেয়েছিলেন সাপ উদ্ধারকারী ও প্রাক্তন সেনাকর্মী। সাপের প্রজাতি চিনতে না পেরে সেটিকেই থলিতে ভরে নিয়ে সোজা হাজির হলেন হাসপাতালে। হাসপাতালে ঢুকে সাপটিকে বার করতেই সেখানে হুলস্থুল কাণ্ড বেধে যায়। সাপে কামড়ানো ব্যক্তির হাত থেকে সাপ ঝুলতে দেখে আতঙ্কে কাঁটা হয়ে যান রোগী ও উপস্থিত লোকজন। সাপটিকে সঙ্গে করে আনার ফলেই অবশ্য দ্রুত চিকিৎসা সম্ভব হয় সাপে কাটা ব্যক্তির। হিমাচল প্রদেশের চাম্বা জেলার ঘটনা। আক্রান্ত ব্যক্তির নাম রমেশ কুমার। তাঁকে সাপে কামড়ানোর পর তিনি হাসপাতালে এসে হাঁকডাক করতে শুরু করেন। ঘটনাটি কবে নাগাদ ঘটেছে তা জানা যায়নি।
প্রথমে তাঁর কথায় গুরুত্ব দেননি চিকিৎসকেরা। পরে তিনি যখন সাপটি হাতে তুলে দেখান তখন ঘটনার গুরুত্ব অনুধাবন করতে পারেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা রমেশকে দ্রুত একটি অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন দেন। তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। কুমারের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমে কথা বলার সময় সাপে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, সাপ ধরার ক্ষেত্রে তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তিনি খবর পেলেই সাপ ধরে উদ্ধার করে নিয়ে আসেন। ঘটনার দিন তিনি একটি সাপ ধরতে গিয়েছিলেন। ধরার চেষ্টা করার সময় সেটি তাকে দংশন করে। বিপদ বুঝতে পেরে তিনি সাপটি ধরে নিয়ে আসেন। সাপটিকেও বস্তায় ভরে হাসপাতালে নিয়ে যান তিনি। ওই সাপটিকে দেখে যাতে চিকিৎসকেরা সঠিক ইঞ্জেকশন দিতে পারেন সেই কারণেই এমনটা করেছেন বলে জানিয়েছেন রমেশ।