viral video

মেঘের উপর উড়ে বেড়াচ্ছে রহস্যময় অবয়ব! ভিন্‌গ্রহীদের আনাগোনা না ‘উড়ন্ত ডাইনি’! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা যাচ্ছে যে, একটি ছায়াময় মূর্তি ধীরে ধীরে আকাশের উপরে উঠতে শুরু করেছে। ক্যামেরায় ধরা পড়া অদ্ভুত আকৃতিটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের দ্বিধাগ্রস্ত করে তুলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২
Share:

ছবি: সংগৃহীত।

মেঘের উপর উড়ে বেড়াচ্ছে একটি অবয়ব। ধীরে ধীরে মেঘের উপর ফুটে উঠছে একটি ছায়াময় মূর্তি। ক্যামেরা জ়ুম করতেই দেখা গেল অদ্ভুত আকারের সেই মূর্তিকে। ঠিক যেন রূপকথার পাতা থেকে উঠে এসেছে ‘ঝাড়ুর উপর উড়ন্ত ডাইনি’। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তুঙ্গে। ভিডিয়োটি নিয়ে সমাজমাধ্যম জুড়ে প্রতিক্রিয়ার ঝড় বয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা যাচ্ছে যে, একটি ছায়াময় মূর্তি ধীরে ধীরে আকাশের উপরে উঠতে শুরু করেছে। ক্যামেরায় ধরা পড়া অদ্ভুত আকৃতিটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের দ্বিধাগ্রস্ত করে তুলেছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা আছে, ‘‘ফ্রান্সের এক মহিলার ক্যামেরায় একটি অদ্ভুত কালো রঙের পোশাক পরা মূর্তি ধীরে ধীরে আকাশে উঠছে।’’ এই আধা ভৌতিক দৃশ্যটি অনেককেই বিভ্রান্ত এবং কৌতূহলী করে তুলেছে। সমাজমাধ্যমের একাংশ জানতে আগ্রহী উড়ন্ত বস্তুটি আসলে কী? কেউ কেউ বিশ্বাস করতে শুরু করেছেন যে এটি কোনও জাদুকর হতে পারে যা ঝাড়ুর উপর উড়ছে। আবার কেউ কেউ নিশ্চিত যে এটি একটি ভিন্‌গ্রহী যান। জিনের মতো অতিপ্রাকৃত কিছুও হতে পারে বলে মত নেটাগরিকদের একাংশের। সমাজমাধ্যমের একাংশ আবার মনে করছেন গোটা বিষয়টিই সাজানো কোনও প্র্যাঙ্ক হতে পারে।

ভিডিয়োটি স্কেয়ারিএনকাউন্টার নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৯২ হাজারের বেশি মানুষ তাতে লাইক করেছেন। মজার মজার মন্তব্য জমা পড়েছে তাতে। ভিডিয়োয় এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই অদ্ভুত বস্তুটি কেবলমাত্র একটি ড্রোন, যার গায়ে ডাইনির পোশাক।’’ অন্য এক জনের মজার মন্তব্য, ‘‘ভয় পেতে হবে না উনি আমার শাশুড়ি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement