Delhi metro

মেট্রোর কামরা যেন রণক্ষেত্র! চুলোচুলি, হাতাহাতিতে জড়ালেন দুই তরুণী, ‘যুদ্ধ’ থামাতে পারলেন না সহযাত্রীরাও

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণীর মধ্যে প্রচণ্ড লড়াই বেধেছে। দু’জন নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন। শুধু তাই-ই নয়, চুলোচুলিও হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৪:১৫
Share:

ছবি: সংগৃহীত।

আবার খবরের শিরোনামে দিল্লি মেট্রো। কখনও বসার জায়গা নিয়ে মারামারি, কখনও ভিড়ের মধ্যে অকারণে বচসা, কখনও পেশিশক্তি প্রদর্শন— প্রায় প্রতি দিনই এমন নানা ঘটনার সাক্ষী থাকে দিল্লি মেট্রো। এ বার দুই মহিলা যাত্রীর মধ্যে ধুন্ধুমার লড়াই। তার জেরে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি মেট্রো। ভিড়ে ঠাসা কামরায় দরজার সামনে দাঁড়িয়ে চুলোচুলি করতে দেখা গেল দুই মহিলা যাত্রীকে। একে অপরের চুল টেনে চলল মারামারি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

দিল্লি মেট্রোয় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণীর মধ্যে প্রচণ্ড লড়াই বেধেছে। দু’জন নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন। শুধু তাই-ই নয়, চুলোচুলিও হচ্ছিল। দুই পক্ষই আস্ফালন করতে থাকেন। দুই যুযুধান পক্ষকে আলাদা করতে কালঘাম ছুটে যায় সহযাত্রীদের। একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করতে থাকেন তাঁরা। পাল্লা দিয়ে চিৎকারও করতে থাকেন। প্রবল চিৎকার-চেঁচামেচি চলতে থাকে কামরার অন্দরে। কী নিয়ে দুই তরুণীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত তা অবশ্য পরিষ্কার বোঝা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটি নিয়ে, ইতিমধ্যেই বেশ চর্চা হচ্ছে সমাজমাধ্যমে। দিল্লি মেট্রোয় এমন অদ্ভুত লড়াই দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন ‘‘মেট্রো না নাট্যশালা।’’ আর এক জন লিখেছেন, ‘‘দু’জনকেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement