viral video

দেশি মদের নেশায় বুঁদ, টলোমলো পায়ে হাঁটতে হাঁটতে পড়েই গেল মত্ত গরু! রইল ভিডিয়ো

বাড়ির দরজা খোলা পেয়ে গরুটি ঘরের ভেতরে এসে ঘরে রাখা দেশি সুরা পান করে। নেশাগ্রস্ত হয়ে পড়ায় গরুটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

হাতের কাছে নেশার জিনিস পেলে তা ছাড়ে না পশুরাও। সম্প্রতি সমাজমাধ্যমে দেখা মিলল একটি ভিডিয়োর। যেখানে দেখা গিয়েছে একটি গরু ঘরের ভিতরে ঢুকে দেশি মদে গলা ভিজিয়ে বসে রয়েছে। নেশাগ্রস্ত হয়ে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে হাঁটা লাগায় প্রাণীটি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ভাইরাল হতেই হাসির তুফান উঠেছে। নেশার চোটে ঠিকমতো হাঁটতে পারছিল না গরুটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘দ্য ইনস্টিগেটর’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে গরুটি একটি বাড়ির ভিতরে ঢুকে বসে রয়েছে। সেখান থেকে ওঠার ক্ষমতা নেই। তার পরে ভিডিয়োয় দেখা গিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় টলতে টলতে গরুটি হেঁটে আসছে। ভিডিয়োটি পোস্ট করার সময় তাতে লেখা হয়েছে, বাড়ির দরজা খোলা পেয়ে গরুটি ঘরের ভেতরে এসে ঘরে রাখা দেশি সুরা পান করে। নেশাগ্রস্ত হয়ে পড়ায় গরুটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সোজা ভাবে হাঁটার চেষ্টা করার সময় হঠাৎ করে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং খুব অদ্ভুত ভাবে মাটিতে পড়ে থাকতে দেখা যায় প্রাণীটিকে। আকাশের দিকে চার পা তুলে পড়ে থাকতে দেখা যায় মৃতপ্রায় গরুটিকে।

অক্টোবর মাসে পোস্ট করা এই ভিডিয়োটি ৭০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মদ কি বালতিতে রাখা হয়েছিল?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement