viral video

বিদেশিদের রিকশায় বসিয়ে আলাপে মাতলেন চালক, তরুণের বচনে হাঁ হয়ে গেলেন পথচলতি মানুষও! ভাইরাল ভিডিয়ো

ধোপদুরস্ত পোশাকে রিকশা চালাতে চালাতে বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলছিলেন তরুণ চালক। বিদেশি ভাষায় বিদেশি পর্যটকদের দিল্লির পথঘাটের বর্ণনা দিতে দেখা গিয়েছে রিকশাচালককে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

দিল্লি বেড়াতে এসেছিলেন ইংরেজ দম্পতি। রিকশা চড়ে রাজধানী ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা। তাঁরা যে রিকশায় চড়েছিলেন তার চালকের সঙ্গে কথোপকথনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিকশায় চড়ে বসতেই সেই দম্পতি মুখোমুখি হলেন এক বিচিত্র অভিজ্ঞতার। রিকশাচালকের কথা শুনে হতবাক হয়ে যান বিদেশিরা। পথচলতি এক ব্যক্তি সেই কথোপকথনের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রিকশাচালক একজন তরুণ। ধোপদুরস্ত পোশাকে ইংরেজিতে দিল্লির পথঘাটের বর্ণনা দিচ্ছেন বিদেশি পর্যটকদের। তাও ঝরঝরে সহজ ইংরেজিতে। ব্যাকরণে কোথাও কোথাও ত্রুটি থাকলেও বাচনভঙ্গি দিয়ে তা পূরণ করে দিয়েছেন রিকশাচালক তরুণ। তাঁর কথা বুঝতে কোনও সমস্যাই হয়নি বিদেশিদের। রিকশাচালককে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের বাজারে নিয়ে যাব, যেখানে সব ধরনের দোকান আছে। যদিও এখানকার রাস্তাঘাট খুবই সরু।’’

ইনস্টাগ্রামের ‘ইয়োরডেলিগাইড’ নামের অ্যাকাউন্ট থেকে এক বছরের পুরনো ভিডিয়োটি আবার নতুন করে ঝ়়ড়ের গতিতে ভাইরাল হয়েছে। চার কোটিরও বেশি বার দেখা হয়েছে এটি। ৬০ লক্ষেরও বেশি নেটাগরিক লাইক দিয়েছেন তাতে। নেটাগরিকেরা ভারতীয় রিকশাচালকের ভাষার দক্ষতা দেখে এক দিকে যেমন অবাক হয়েছেন তেমনই মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যমে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘রিকশা চালান মানেই তিনি অশিক্ষিত, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’’ দ্বিতীয় নেটমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, ‘‘আমাদের দেশে প্রচুর প্রতিভা আছে। ভারতে স্বাগতম, ভাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement