ছবি: সংগৃহীত।
রাতের অন্ধকারে ছুটে চলেছে গাড়ি। সেই চলন্ত গাড়ির খোলা ছাদে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল যুগলকে। ঘনিষ্ঠ ভাবে একে অপরকে জড়িয়ে চুম্বন করতে দেখা গেল তাঁদের। প্রকাশ্য রাস্তায় এ ভাবে গাড়ির ছাদে প্রেমে মজে থাকতে দেখে নিন্দার ঝড় উঠেছে। যুগলদের এই কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জরিমানা করা হয়েছে। ৪ হাজার টাকার জরিমানা আদায় করেছে পুলিশ। রিপোর্টে বলা হয়েছে যে ‘অশ্লীল’ আচরণে লিপ্ত দম্পতিকে জরিমানা করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চণ্ডীগড়-মানালির জাতীয় সড়কে ঘটেছে এই ঘটনাটি। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সূত্রের খবর, গাড়িটি হরিয়ানার গুহলা গ্রামের। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকেই কেউ তাঁদের কীর্তি ক্যামেরাবন্দি করেছেন। যুগলের মুখ ভিডিয়োতে দেখা যায়নি। পিছন দিক থেকে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে ব্যস্ত জাতীয় সড়ক দিয়ে ছুটে চলেছে একটি গাড়ি। আর সেই গাড়ির ছাদ (সানরুফ) খুলে আদরে মত্ত রয়েছেন এক যুগল। স্থান-কাল ভুলে একে অপরকে চুম্বন করতেই ব্যস্ত ছিলেন তাঁরা। তাঁদের সেই আচরণ দেখে হতবাক হয়ে গিয়েছেন পথচলতি মানুষেরা।
‘শচিন গুপ্ত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে অনেক নেটমাধ্যম ব্যবহারকারী মধ্যপ্রদেশের জাতীয় সড়কে বিজেপি বিধায়ক মনোহর ধাকড়ের একান্ত মুহূর্তের ভিডিয়োর সঙ্গে তুলনা করছেন। ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।