viral video

গাড়ির নীচে ঢুকে পড়ল বিরাট কুমির, নদী পার হতে গিয়ে আটকে গেলেন চালক, তোলপাড় জল! তার পর?

একটি চলন্ত ট্রাকের নীচে একটি কুমির ঢুকে পড়ে। চালক যখন তাঁর গাড়ির আয়নায় সেটি দেখতে পান তখন দ্রুত গাড়ি থামিয়ে দেন তিনি। অস্ট্রেলিয়ার একটি জাতীয় উদ্যানের ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১০:১৬
Share:

ছবি: সংগৃহীত।

গাড়ির নীচে আশ্রয় নিয়েছিল বিরাট এক সরীসৃপ। গাড়ি চালু করার সময় তা বুঝতে পারেননি চালক। ওই অবস্থাতেই ইঞ্জিন চালু করে নদী পার করার জন্য গাড়ি এগিয়ে নিয়ে যান। এগোনোর চেষ্টা করতেই আটকে যায় পিক আপ ট্রাকটি। চালক ঘুণাক্ষরেও টের পাননি তাঁর চাকার নীচে কুমির আটকে থাকতে পারে। অস্ট্রেলিয়ার একটি জাতীয় উদ্যানের ঘটনা। একটি নদী পারাপারের সময় বিশাল এক কুমির নদীতে সাঁতরাতে গিয়ে গাড়ির নীচে ঢুকে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি চলন্ত ট্রাকের নীচে একটি কুমির ঢুকে পড়েছে। চালক যখন তাঁর গাড়ির আয়নায় সেটি দেখতে পান তখন দ্রুত গাড়ি থামিয়ে দেন তিনি। কাকাডু জাতীয় উদ্যানের কাহিলস ক্রসিং নামে পরিচিত নদী পারাপার হওয়ার সময় এই ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে। ভিডিয়োয় ধরা পড়েছে ট্রাকটি নদীর অপর প্রান্তে যাওয়ার জন্য এগোনোর সঙ্গে সঙ্গে জলে লুকিয়ে থাকা কুমিরটি গাড়ির নীচ থেকে বেরিয়ে আসে। চালক গাড়ি থামিয়ে দেন। নদীটি পার হওয়ার আগে চলন্ত ট্রাকের নীচে আটকে থাকা বিশাল সরীসৃপটিকে দেখা যায়। জলে প্রবল আলোড়ন তুলে বিশাল এক কুমিরের সাঁতার কেটে অন্য দিকে চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখেছেন। প্রায় আড়াই লক্ষ নেটাগরিক লাইক দিয়েছেন ভিডিয়োয়। এক জন নেটাগরিক লিখেছেন, তিনি তাঁর সারা জীবনে কোনও কুমিরকে গাড়িতে আটকে থাকতে দেখেননি। আর এক জন মন্তব্য করেছেন, ‘‘ভাগ্যিস চালক গাড়ি থেকে নেমে দেখতে যাননি গাড়ির চাকা কিসে আটকেছে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement