ছবি: সংগৃহীত।
কলিযুগে দেখা মিলল ত্রেতাযুগের পক্ষীর! পাহাড়ি এলাকায় রাস্তার ধারে শান্ত ভাবে বসে থাকতে দেখা গেল ‘জটায়ু’কে। একটি বিশাল পাখির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পাখিটিকে নাকি দেখতে অবিকল রামায়ণের জটায়ুর মতো, দাবি নেটাগরিকদের একাংশের। পাখিটির পাশ দিয়ে যেতে গিয়ে পথচলতি মানুষ থমকে দাঁড়িয়ে পড়েছেন। এই বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দিও করেছেন পাখির ছবি তুলে ও তার ভিডিয়ো রেকর্ড করে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে তা বহু মানুষের নজর কেড়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োটি দেখার পর নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে জটায়ু আবার পৃথিবীতে ফিরে এসেছে। ‘শ্বেতাসমিধ্যা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার ধারে একটি পাথরের উপর বসে রয়েছে একটি বিশাল পাখি। শান্ত ভঙ্গি, বিশাল ডানা, তীক্ষ্ণ বাঁকানো ঠোঁট এবং ভয় ধরানো চেহারা। পাখিটি রামায়ণের জটায়ুর কথা মনে করিয়ে দিচ্ছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে এই আশ্চর্য চেহারার পাখিটি ‘আন্দিয়ান কনডোর’ বা বিরল জাতের শকুন। এটি বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখিদের মধ্যে একটি, যা সাধারণত দক্ষিণ আমেরিকার আন্দিজ় পর্বতমালায় পাওয়া যায়। বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখিগুলির মধ্যে অন্যতম এবং এদের বিশাল ডানার বিস্তার ১০ ফুট পর্যন্ত হতে পারে। ভারতে এটির দেখা পাওয়া খুবই বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন নেটাগরিকেরা। এই ধরনের পাখি সাধারণত মানুষের সংশ্রব এড়িয়ে চলতে ভালবাসে। ভিডিয়োয় দেখা পাখিটি রাস্তার পাশে জড়ো হওয়া মানুষদের দেখে কোনও প্রতিক্রিয়া দেখায়নি। তাকে দেখতে ভিড় জমলেও পাখিটি মোটেও বিরক্তি বোধ করেনি। এর শান্ত আচরণ এবং বিশাল আকার দেখে হতবাক হয়েছেন সকলে।
ভাইরাল এই ভিডিয়োটি পোস্ট হওয়ার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক, কমেন্টও জমা পড়েছে তাতে। কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে রামায়ণ যুগ ফিরে আসার লক্ষণ বলে মন্তব্য করেছেন।