viral video

কাঠের পাটাতন থেকে ঝুলে ঝুলে জ্যান্ত সাপকে গিলে খাচ্ছে বিষধর গোখরো! প্রকাশ্যে গা ঘিনঘিনে ভিডিয়ো

একটি গোখরো কাঠের পাটাতনের ফাঁক দিয়ে মাথা বার করে অন্য একটি সাপকে গিলে খাচ্ছে। আকারে ছোট অন্য সাপটিকে প্রায় অর্ধেক গিলে ফেলেছে খাদক গোখরোটি। শরীরের উপরের অংশটি গোখরোর চোয়ালের ভিতরে অদৃশ্য হয়ে গেছে এবং নীচের শরীরটি বাইরে ঝুলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৩:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

কাঠের পাটাতনের ছোট্ট অংশ দিয়ে মুখ বার করে রেখেছে একটি সাপ। আর সেই মুখে ঝুলছে আরও একটি সাপের অর্ধেক শরীর। ঝুলন্ত সাপটিকে গিলে খাওয়ার চেষ্টা করছে। সাপের শরীরের একাংশ গিলে ফেললেও বাকি অর্ধেক বাইরে নড়াচড়া করছে। অদ্ভুত সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সেটি নজর কেড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় ধরা পড়েছে, একটি গোখরো কাঠের পাটাতনের ফাঁক দিয়ে মাথা বার করে অন্য একটি সাপকে গিলে খাচ্ছে। আকারে ছোট অন্য সাপটিকে প্রায় অর্ধেক গিলে ফেলেছে খাদক গোখরোটি। শরীরের উপরের অংশটি গোখরোর চোয়ালের ভিতরে অদৃশ্য হয়ে গেছে এবং নীচের অংশটি বাইরে ঝুলছে। জাতভাইকে গিলে খাওয়ার ঘটনা ঘন ঘন দেখা না গেলেও এই আচরণ গোখরোর ক্ষেত্রে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। গোখরো বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ। এর মারাত্মক বিষ শিকারকে সহজেই কাবু করতে পারে। সাপদের মধ্যে গোখরো হল এমন একটি প্রজাতি, যারা নিজের প্রজাতিকে গিলে নিতে কসুর করে না। ছোটখাটো সাপ তো বটেই, নিজের জাতভাইদেরও আক্রমণ করে এরা। খাবারের অভাব বা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হলে গোখরো ও আরও কয়েকটি প্রজাতির সাপ অন্য সাপকে ধরে উদরস্থ করে ফেলে।

ভাইরাল এই ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘দ্যডার্কসার্কল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রকৃতির এই বিস্ময়কর ঘটনাটি দেখে হতবাক হয়েছেন নেটাগরিকেরা। প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। এক জন লিখেছেন, ‘‘সাপের ‘ক্যানিবাল’ সংস্করণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement