viral video

লক্ষ লক্ষ মাকড়সা কিলবিল করছে গুহায়, মুঠোয় বিদঘুটে আটপেয়েদের ভরে ভিডিয়োও করলেন তরুণ!

এক যুবককে দেখা গিয়েছে মাকড়সা ভর্তি একটি গুহার মধ্যে ঢুকে ভিডিয়ো করছেন। খালি হাতে এক মুঠো মাকড়সা ধরে ফেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১১:৩০
Share:

ছবি: সংগৃহীত।

বহু মানুষ আছেন মাকড়সা দেখলে যাঁদের হাত-পা ঠান্ডা হয়ে আসে। কোনও ভাবে স্পর্শ করলে বা গায়ে পড়ে গেলে চোখেমুখে অন্ধকার দেখেন। অষ্টপদী প্রাণীটি অধিকাংশ মানুষের কাছে বিভীষিকার মতো। আবার এমন মানুষও পৃথিবীতে রয়েছেন যাঁদের মাকড়সা সম্পর্কে বিশেষ ভয়ডর নেই। এমনকি লাখ লাখ মাকড়সা দেখেও অবিচল থাকতে পারেন তাঁরা। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে এক যুবককে দেখা গিয়েছে মাকড়সা ভর্তি একটি গুহার মধ্যে ঢুকে ভিডিয়ো করছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিদেশি তরুণ একটি সঙ্কীর্ণ গুহার মুখে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে থিকথিক করছে মাকড়সা। লাখ লাখ মাকড়সা ঘুরে বেড়াচ্ছে সেখানে। সেই দৃশ্য দেখে অস্বস্তি হতে পারে অনেকেরই। সেখানে গিয়ে ভিডিয়ো করতে করতে তরুণ যা করলেন তা দেখে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড়। খালি হাতে এক মুঠো মাকড়সা ধরে ফেলেন। মাকড়সাগুলি তার হাতে কিলবিল করতে থাকে। তাতেও শান্ত ছিলেন ওই তরুণ।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘ডেভিসফিড’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আপনি কি এই গুহার ভিতরে যেতে চান?’’ ভিডিয়োটি ইতিমধ্যেই ২৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে তাতে। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘মাকড়সা ধরে কী ভাবে এত শান্ত থাকতে পারেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement