ছবি: সংগৃহীত।
সাপের সঙ্গে খেলা করা আর জীবন নিয়ে খেলা প্রায় সমার্থক। অনেকেই আছেন যাঁরা ভাইরাল হওয়ার জন্য সাপের সঙ্গে নানা ধরনের বিপজ্জনক খেলায় মাতেন। কখনও বরাতজোরে সাপের ছোবল বা আক্রমণ থেকে রক্ষা পেলেও মাঝেমাঝে প্রাণঘাতী হয়ে ওঠে সেই সমস্ত স্টান্ট বা খেলাগুলি। তেমনই একটি অদ্ভুত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। মুখে বেলুন নিয়ে একটি অনুষ্ঠানে সাপের খেলা দেখাচ্ছেন এক তরুণ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এই ভয় ধরানো ভিডিয়োটি একটি অনুষ্ঠানে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মুখে কালো রঙের বেলুন ধরে টেবিলের উপর রাখা সাপের সঙ্গে খেলছেন এক তরুণ। তাঁর স্টান্টটির উদ্দেশ্য ছিল সাপটির সাহায্যে বেলুনটি ফাটানো। এই পরিস্থিতিতে তিনি বার বার একটি লোহার আঁকশি দিয়ে সাপটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন, যাতে সাপটি তাঁর বেলুনটিকে লক্ষ করে আক্রমণ করে। তরুণ তাঁর মুখটি সাপের খুব কাছে নিয়ে গিয়ে তাকে উত্তেজিত করার সঙ্গে সঙ্গে সাপটি লাফিয়ে কামড় দিয়ে বেলুনটি ফাটিয়ে দেয়।
ভিডিয়োটি ‘ইয়েসআইঅ্যামটেক্সান’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি দেখে অবাক হয়েছেন দর্শক। মাত্র ১১ সেকেন্ডের ভিডিয়োয় এই অদ্ভুত স্টান্ট দেখার পর নেটমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে। ৬ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। ২০০টিরও বেশি মন্তব্য করা হয়েছে এই ভিডিয়োয়।