ছবি: সংগৃহীত।
পরনে সাদা নীল ডোরাকাটা জামা, হালকা নীল জিন্স। পায়ে চপ্পল। চলন্ত ট্রেন থেকে নেমে সরু একটি সেতুর পাশ দিয়ে সমান্তরালে দৌড়তে শুরু করলেন যুবক। নদীর উপর থাকা সেতু দিয়ে ট্রেনটি এগোতে থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে তরুণও ছুটতে শুরু করেন। শিউরে ওঠার মতো দৃশ্য। যে কোনও মুহূর্তে পা পিছলে নীচে পড়ে যেতে পারতেন ওই তরুণ। আর এই ভাবে জীবনের বাজি রাখার একমাত্র কারণ হল একটি ইনস্টাগ্রাম রিল। হাড়হিম করা সেই ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসতে হাসতে এবং নির্ভীক ভাবে দৌড়ে চলেছেন ওই তরুণ। সরু লোহার পাটাতন থেকে পা পিছলে গেলে বা পড়ে গেলে যে গুরুতর বিপদ হতে পারে সে সম্পর্কে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। ট্রেনটিকেও তাঁর পাশে ধীরে ধীরে চলতে দেখা যাচ্ছে। ঘটনাটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। শুধুমাত্র লাইক এবং দর্শকের জন্য ঝুঁকিপূর্ণ কাজটি করতে দেখে সমাজমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বহু নেটাগরিকই তরুণের অপরিণামদর্শিতা নিয়ে সমালোচনা করেছেন।
ইনস্টাগ্রামের ‘দ্যভারতপোস্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১১ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োয় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন যে অনলাইন খ্যাতির জন্য মানুষ কত দূর যেতে পারে তার উদাহরণ এই ভিডিয়োটি। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এই ধরনের অ্যাকাউন্ট নিষিদ্ধ করা উচিত।”