ছবি: সংগৃহীত।
বাসে একা ভ্রমণ করছিলেন বছর কুড়ির এক তরুণী। চলন্ত বাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তিনি। তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ৪০ মিনিটের মধ্যেই মারা যান তরুণী। তাঁকে পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকদের চোখ কপালে উঠে যায়। তরুণীর শরীরে বিভিন্ন স্থানে বাঁধা রয়েছে একাধিক ব্যান্ডেজ। তাতে আটকানো আইফোন। মোট ৩৬টি আইফোন উদ্ধার করা হয়েছে তাঁর দেহ থেকে। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ২৯ জুলাইয়ের। ব্রাজ়িলের পারানা প্রদেশের গুয়ারাপুভা শহরের একটি রেস্তরাঁয় বাসটি থামার সময় তরুণীর মৃত্যু হয়।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, মৃতা ফজ দো ইগুয়াচু নামের একটি জায়গা থেকে বাসে উঠে সাও পাওলো যাচ্ছিলেন। যাত্রীরা পরে পুলিশকে জানান যে, ভ্রমণের সময় তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। প্যারামেডিকেরা এসে তাঁর চিকিৎসা শুরু করেন। তখনই তরুণীর দেহ থেকে একের পর এক আইফোন উদ্ধার করতে থাকেন তাঁরা। ফোনগুলি তাঁর পোশাকের নীচে শরীরের বিভিন্ন অংশে আটকানো ছিল।
তদন্তকারীদের সন্দেহ, মোবাইলগুলি পাচারের চেষ্টা করছিলেন ওই তরুণী। তাঁরা জানিয়েছেন, যে ভাবে ফোনগুলি শরীরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল তাতে সেই আশঙ্কাই প্রবল। তরুণীর ব্যাগ তল্লাশি করে কয়েকটি মদের বোতলও পাওয়া গিয়েছে। মৃতদেহ ভাল ভাবে পরীক্ষার জন্য সে দেশের ফরেন্সিক মেডিক্যাল ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে হৃদ্যন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন তরুণী। মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট করার জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।