viral video

অ্যাপ দিয়ে বাইক বুক করলেন তরুণ, চালক পৌঁছোতেই দিলেন অদ্ভুত প্রস্তাব! ফেরাতে পারলেন না বাইকচালকও

অ্যাপের মাধ্যমে বাইক বুক করে চালককে অদ্ভুত এক অনুরোধ করেছিলেন এক তরুণ। বাইকচালক পৌঁছোতেই গ্রাহক তাঁকে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন যা শুনে অবাক হন বাইকচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:২০
Share:

ছবি: সংগৃহীত।

অ্যাপে বাইকচালকের কাছে বুকিংয়ের বার্তা আসতেই তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন তরুণ, যিনি বাইকের পরিষেবাটি বুক করেছিলেন। বাইকচালক পৌঁছোতেই গ্রাহক তাঁকে এমন একটি অনুরোধ করলেন যা শুনে তাজ্জব হয়ে গেলেন তিনি। তরুণ নিজেও একটি বাইক নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়েছিলেন। চালক তাঁকে জিজ্ঞাসা করলেন তরুণ বাইকে উঠবেন কি না? তার উত্তরে তরুণ যা জানালেন তা আশা করেননি অ্যাপ বাইকচালকও। ঘটনাটি গুরুগ্রামের। দু’জনের কথোপকথনের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে চালক এসে গ্রাহককে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি বুকিং করেছেন?’’ এর উত্তরে তরুণ জানান তাঁর বাইকের পেট্রল শেষ হয়ে গেছে। তার পর চালক জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি আমার সঙ্গে আসতে চান?’’ তখন ওই তরুণ বাইকচালককে অনুরোধ করেন যে তাঁর বাইকটিকে শুধু টেনে নিয়ে যেতে হবে পেট্রল পাম্প পর্যন্ত।

তরুণের এই প্রস্তাবে প্রথমে অ্যাপ বাইকচালক রাজি হননি। কারণ তাঁর বাইকটির পক্ষে তরুণের ভারী বাইকটি টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু গ্রাহকের অসহায় অবস্থা দেখে শেষমেশ চালক রাজি হন। পেছন থেকে তরুণের ভারী বাইকটিকে ধাক্কা দিয়ে চালিয়ে একটি পেট্রল পাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইকচালককে তাঁর প্রাপ্য টাকা মিটিয়ে দেন তরুণ। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়ো।

Advertisement

‘শুভম ডট পারমারভ্লগ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউনন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা ৮০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। চার লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে এতে। অ্যাপের সাহায্যে বুকিং করে পেট্রল পাম্পে টেনে নিয়ে যাওয়ার এই ভিডিয়ো দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘তরুণের বুদ্ধির প্রশংসা না করে থাকা যাচ্ছে না।’’ দ্বিতীয় জন লিখেছেন, ‘‘ভারতে সব সমস্যারই বিকল্প সমাধান খুঁজে পাওয়া যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement