ছবি: সংগৃহীত।
যাত্রী ভরা মেট্রো কামরায় অদ্ভুত ভঙ্গিতে নেচে চলেছেন এক তরুণী। তাঁর দিকে তাকিয়ে যাত্রীরা। প্রত্যেকের মুখে অস্বস্তির ভাব ফুটে উঠেছে। এ-হেন আচরণ আগে কখনও প্রত্যক্ষ করেননি তাঁরা। কারণ ভারতের বিভিন্ন শহরে মেট্রো কামরায় এই ধরনের ঘটনা প্রায়ই দেখা গেলেও বিদেশের মেট্রোতে সাধারণত এই রকম দৃশ্য খুব একটা চোখে পড়ে না। তেমনই একটি ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে এক ভারতীয় তরুণী আমেরিকার একটি সাবওয়ে মেট্রো কামরার ভিতরে অদ্ভুত নাচের ভিডিয়ো ক্যামেরাবন্দি করছেন। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল প্যান্ট ও কালো টপ পরা এক তরুণী অদ্ভুত ভঙ্গিমায় নেচে চলেছেন। ভরা মেট্রো কামরার রাস্তা আটকে রেখে তিনি উদ্ভট ভাবে নেচে চলেছেন। তিনি তাঁর নাচের ভিডিয়োটি শুরু করার মুহূর্তে এক জন যাত্রী তাঁর পাশ কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। পুরো করিডর আটকে নাচের ভিডিয়োটি রেকর্ড করতে থাকেন ওই তরুণী। কোমর বাঁকিয়ে–চুরিয়ে অদ্ভুত ভাবে নাচতে শুরু করেন। সেই নাচে ছিল না কোনও ছন্দ-তাল। বিষয়টি যে অন্যান্য যাত্রীর জন্য দৃশ্যত অস্বস্তিকর হয়ে ওঠে, তা ভিডিয়োয় ধরা পড়েছে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ভেনম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর তা দেখে নেটাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য বিভাগ উপচে পড়েছে সমালোচনায়। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘নজর কাড়তে কী হাস্যকর উপায়!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি এখন বুঝতে পেরেছি যে বোকামি এবং আত্মবিশ্বাস প্রায়শই পাশাপাশি চলে।’’