viral video

বোতল দিয়ে খুদেদের তৈরি রকেট তিরবেগে উড়ল আকাশে! প্যারাসুটের সাহায্যে নামল মাটিতে, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ফাঁকা জায়গায় জড়ো হয়েছে বেশ কয়েক জন খুদে পড়ুয়া। দুটি বড় পানীয়ের বোতলে জল ভরা রয়েছে। জলের প্রচণ্ড চাপে বিস্ফোরণ ঘটে এবং বোতলের তৈরি রকেটটি উড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১১:৪২
Share:

ছবি: সংগৃহীত।

সামান্য কয়েকটি উপকরণ। তাই দিয়ে আট-দশ বছরের খুদেরা বানিয়ে ফেলল রকেট! জলের চাপের সাহায্যে ও পানীয়ের বোতল দিয়ে রকেট তৈরি করে তাক লাগাল চিনা ছাত্ররা। দ্বিস্তরবিশিষ্ট জল-রকেটটি সফল ভাবে উৎক্ষেপণ যেমন হয়েছে তেমনি সেটিকে নামিয়ে আনার সময় প্যারাসুটের ব্যবহার করা হয়েছে। জল-রকেট উৎক্ষেপণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দর্শকের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ফাঁকা জায়গায় জড়ো হয়েছে বেশ কয়েক জন খুদে পড়ুয়া। দুটি বড় পানীয়ের বোতলে জল ভরা রয়েছে। জলের প্রচণ্ড চাপে বিস্ফোরণ ঘটে এবং বোতলের তৈরি রকেটটি উড়ে যায়। দ্বিতীয় পর্যায়ে দেখা যায় মাঝ-আকাশে গিয়ে দুটি রকেট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটির শক্তি শেষ হয়ে যাওয়ার পর সেটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষামূলক উৎক্ষপণে যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে সেটি হল রকেটের অবতরণ। ছোট্ট প্যারাসুটের সাহায্যে রকেটটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘তানসুইয়েজেন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘চিনের শিক্ষার্থীরা পানীয়ের বোতল এবং জলের চাপ ব্যবহার করে একটি দুই-স্তরের রকেট তৈরি করেছে।’’ পোস্ট হওয়ার পর ১৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৩৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে। পোস্টটিতে ৩০০টিরও বেশি মন্তব্য জমা হয়েছে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘অসাধারণ এবং মন ছুঁয়ে যাওয়া কাজ!’’ আর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যখন ছোট ছিলাম তখন এটা করতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement