viral video

প্রকাশ্যে হয়রানি করায় মাঝরাস্তাতেই তরুণকে উত্তম-মধ্যম দিলেন তরুণী! ভিডিয়ো ভাইরাল হতেই সরব নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে প্রকাশ্যে লাঠি দিয়ে জ্যাকেট পরা এক তরুণের গায়ে পর পর আঘাত করে চলেছেন তরুণী। তরুণ বার বার লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৮:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রকাশ্যে তরুণীকে উত্ত্যক্ত করছিলেন এক যুবক। বিরক্ত হয়ে লম্বা একটি পাইপের মতো লাঠি নিয়ে হেনস্থাকারীকে উত্তম-মধ্যম দিলেন তরুণী। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। সন্ধ্যার দিকে রাস্তায় এক তরুণের জামার কলার ধরে টেনে এনে সাদা রঙের পাইপ দিয়ে মারতে শুরু করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে প্রকাশ্যে লাঠি দিয়ে জ্যাকেট পরা এক তরুণের গায়ে পর পর আঘাত করে চলেছেন। তরুণ বার বার লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। জামার কলার ধরে তরুণকে মারতে থাকেন এই তরুণী। যদিও এই ঘটনা দেখে আশপাশের কেউই তরুণীকে নিরস্ত করতে বা সাহায্য করতে এগিয়ে আসেননি। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রকাশ্যে তরুণীকে হয়রানিমূলক কথাবার্তা বলেন ওই তরুণ। এক্স হ্যান্ডলে ‘কুন্দন০০পটেল’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘নিজেকে রক্ষা করেছি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটি আত্মরক্ষা এবং সাহসের উদাহরণ। আসল প্রশ্ন হল, এখনও চুপ থাকা কি সঠিক কাজ বলে বিবেচিত হবে?’’

ভিডিয়োটি এক্সে একাধিক হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। অধিকাংশ নেটাগরিকই তরুণীর সপক্ষে সওয়াল করেছেন। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে এক্স হ্যান্ডলে। সাড়ে তিন হাজারের বেশি নেটাগরিক লাইক করেছেন। তরুণীর সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন ব্যবহারকারী লিখেছেন, “চুপ করে ঠিক থাকা নয়, বরং যা ভুল তার বিরুদ্ধে সরব হওয়াই সঠিক প্রতিক্রিয়া। এটা ভয় নয়, এটাই সাহস।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement