viral video

কাশ্মীরের রিসর্টে বন্যপ্রাণীর হানা! বিশাল রোমশ প্রাণীকে দেখে ঊর্ধ্বশ্বাসে দৌড় পর্যটকদের, ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

বড়সড় বাদামি ভালুক রিসর্টের মধ্যে ঢুকতে দেখেই পর্যটকেরা প্রথমে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করেন। পরে এদের মধ্যেই কেউ কেউ হইচই করে ভালুকটির পিছন পিছন তাড়া করে এগিয়ে আসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৬:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের রিসর্টে পর্যটকদের দেখে তেড়ে এল এক বিশাল বুনো ভালুক। রিসর্টের খোলা মাঠে ঢুকে পড়ে ইচ্ছামতো দৌড়ে বেড়িয়ে আতঙ্কিত করে তুলল পর্যটকদের। সোনমার্গে একটি পর্যটক আবাসে হঠাৎ করেই বন্যপ্রাণীটি ঢুকে পড়ে। ভালুকটি খোলা অংশে দৌড়তে শুরু করতেই পর্যটকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে এ দিক-ও দিক ছুটতে থাকেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে আসতেই সেটি নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বেশ বড়সড় বাদামি ভালুক রিসর্টের মধ্যে ঢুকে পড়েছে। সেটিকে দেখে পর্যটকেরা প্রথমে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করেন। আবার কেউ কেউ হইচই করে ভালুকটি পিছন পিছন তাড়া করে এগিয়ে আসেন। মানুষের তাড়া খেয়ে বিশাল রোমশ প্রাণীটি লোহার রেলিং পেরিয়ে রিসর্টের একেবারে কাছাকাছি চলে আসে। কয়েক জন পর্যটক চোখের সামনে ভালুক দেখতে পেয়ে মোবাইল বার করে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে ‘ইন্ডিয়াব্রেকিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

২০২৩ সালের নভেম্বরে জাতীয় পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইবুন্যাল (এনজিটি) যত্রতত্র আবর্জনা ফেলার বিষয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে সতর্ক করেছিল। পরিবেশ আদালত জানিয়েছিল, খোলা জায়গায় আবর্জনা ফেললে তা স্থানীয় বাদামি ভালুকের জন্য বিপদ ডেকে আনবে। এমনিতেই সোনমার্গে একের পর এক হোটেল, রিসর্ট, রেস্তরাঁ, বাজারগুলি তৈরি হওয়ার ফলে স্থানীয় বন্যপ্রাণীদের বাসস্থান উজাড় হয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে বাদামি ভালুকও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement