viral video

লিফ্‌টে কুকুর দেখে ভয়ে কুঁকড়ে গেল নাবালক! আপত্তি জানিয়ে কুকুরের মালিকের হাতে জুটল মার

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নাবালক ভয় পেয়ে হাতজোড় করে মহিলাকে কুকুরটিকে না আনতে অনুরোধ করে। শিশুটির সেই কাকুতিমিনতিতে কান দেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১২
Share:

ছবি: সংগৃহীত।

লিফ্‌টে কুকুর নিয়ে না ওঠার অনুরোধ করেছিল বালক। সেই অনুরোধ কানে তোলা তো দূরে থাক, উল্টে সেই বাচ্চাটিকে রীতিমতো মারধর করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার গৌড় সিটি ২-এর একটি আবাসনে। লিফ্‌টের সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়তেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

Advertisement

১৯ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে, যখন এক মহিলা তাঁর পোষা কুকুরকে নিয়ে আবাসনের লিফ্‌টে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল বালকটি। কুকুরকে লিফ্‌টে ঢুকতে দেখেই ভয়ে জড়সড় হয়ে যায় শিশুটি। লিফ্‌টের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নাবালক ভয় পেয়ে হাতজোড় করে মহিলাকে কুকুরটিকে না আনতে অনুরোধ করে। শিশুটির সেই কাকুতিমিনতিতে কান দেননি তিনি। উল্টে মহিলা ছেলেটিকে লিফ্‌ট থেকে বেরিয়ে যেতে বলেন। ওই মহিলাকে ছোট ছেলেটিকে ধাক্কা দিয়ে লিফ্‌ট থেকে টেনে বার র করতে দেখা গেছে। এর পর তিনি যাতে ক্যামেরায় ধরা না পড়েন তার জন্য লিফ্‌ট থেকে নেমে ছেলেটিকে মারধর করেন বলে বলে অভিযোগ উঠছে।

ঘটনার ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক ভাবে শেয়ার করা হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই ঘটনাটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে কেন আবাসনে মহিলাকে তাঁর কুকুরটিকে মুখের বাঁধন ছাড়াই ঘোরাফেরা করাতে দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement