America

প্রেম দিবসে পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে অসদাচরণ, পরে দেন প্রেমপত্র! ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন শিক্ষক

ফ্লরিডার ব্র্যাডেন্টনের একটি স্কুলে শিক্ষকতা করা জ্যারেটের বিরুদ্ধে ওই খুদে পড়ুয়ার প্রতি অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে প্রেম দিবসের দিনে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১১:২৬
Share:

—প্রতীকী ছবি।

১১ বছর বয়সি পড়ুয়াকে অনুপযুক্ত চিঠি লেখার অভিযোগ। অভিযুক্ত আমেরিকার ফ্লরিডার এক শিক্ষক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষকের নাম জ্যারেট উইলিয়ামস। তিনি ফ্লরিডার একটি স্কুলের শিক্ষক। জ্যারেটের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অনুপযুক্ত ভাষায় চিঠি লিখেছেন তিনি। ওই ছাত্রীর মা চিঠিটি দেখে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে জ্যারেটের বিরুদ্ধে। ইতিমধ্যেই জ্যারেট পদত্যাগ করেছেন বলে খবর।

Advertisement

ফ্লরিডার ব্র্যাডেন্টনের একটি স্কুলে শিক্ষকতা করা জ্যারেটের বিরুদ্ধে ওই খুদে পড়ুয়ার প্রতি প্রেম প্রকাশের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে প্রেম দিবসের দিন ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ রয়েছে বলেও জানা গিয়েছে। ‘নিউজ় চ্যানেল ৮’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ছাত্রীর মা অভিযোগ জানানোর কয়েক সপ্তাহ পরে গত ২৩ এপ্রিল স্কুল থেকে পদত্যাগ করেন জ্যারেট। তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাও চান। স্কুলের তরফে জ্যারেটের পদত্যাগপত্র গ্রহণের পর ক্ষোভপ্রকাশ করেছেন ওই খুদে পড়ুয়ার মা অ্যান মিচেল। ঘটনার তীব্র প্রতিবাদ করে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘জ্যারেট যা করেছেন তা গুরুতর এবং জঘন্য অপরাধ।’’

মিচেলের অভিযোগ, প্রেম দিবসের দিন যখন ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে গিয়েছিল তখন তাঁর ১১ বছর বয়সি মেয়েকে ৪৫ মিনিটের জন্য একা আটকে রেখেছিলেন জ্যারেট। মেয়ের সঙ্গে নাকি অসদাচরণও করেন তিনি। তাঁর দাবি, ওই ঘটনার পর তাঁর মেয়ে মানসিক যন্ত্রণায় ভুগছে। দুঃস্বপ্ন দেখছে ঘন ঘন।

Advertisement

ফ্লরিডা শিক্ষা বিভাগকেও ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘‘মানাটি কাউন্টি শেরিফের অফিস তদন্ত চালাচ্ছে। আমাদের তরফেও সম্পূর্ণ সহযোগিতা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement