ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
লেখাপড়া না করেও অনাহারে দিন কাটছিল না। তবুও বিদ্যাবুদ্ধির টানেই স্কুলের বারান্দায় হাজির হয়ে গেল হাতির ছানা। ক্লাসরুমের বাইরে ঘোরাফেরা করতে শুরু করল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হ্যাশট্যাগ_ওয়েনাড়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ক্লাসরুমের বাইরে শুঁড় দুলিয়ে ঘোরাফেরা করছে একটি হাতির ছানা। ক্লাসরুমের দরজা-জানলা বন্ধ। ভিতর থেকে পড়ুয়াদের গলা ভেসে আসছে।
হস্তীশাবকের হাবভাব দেখে মনে হচ্ছে যে, সে-ও স্কুলে ভর্তি হতে চায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে এই ঘটনাটি কেরলের ওয়েনাড়ের চেকাদি এলাকার একটি সরকারি স্কুলে ঘটেছে। জঙ্গলের অনতিদূরেই রয়েছে স্কুলটি।
সাধারণত, দিনের আলো থাকাকালীন স্কুল চত্বরে কোনও বন্য জন্তুর আনাগোনা দেখা যায় না। সে দিক থেকে নিরাপদ এলাকায় রয়েছে স্কুলটি। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই প্রথম জঙ্গল থেকে কোনও জন্তু তাঁদের স্কুলে ঢুকে পড়ল। ভয় পেয়ে ক্লাসরুমে ঢুকে দরজা-জানলা বন্ধ করে দেন শিক্ষক-শিক্ষিকারা।
স্কুলের সকল পড়ুয়ারা ক্লাসরুমের ভিতরেই ছিল। দেরি না করে সঙ্গে সঙ্গে বনবিভাগের কর্মীদের খবর পাঠান স্কুলের প্রধানশিক্ষিকা। খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছোন বন দফতরের কর্মীরা। হাতির ছানাটিকে নিরাপত্তার সঙ্গে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।