Bizarre

‘অর্ধেক খরচ দিয়েছি’, ছেলের বিয়েতে মাইক কেড়ে অদ্ভুত দাবি মহিলার, অনুষ্ঠান ছেড়ে বেরিয়েই গেলেন নববধূ!

বিয়ের অনুষ্ঠানে জল ঢেলে দিলেন পাত্রের মা। মুখের কাছে মাইক নিয়ে কথা বলতে শুরু করা আমন্ত্রিত অতিথিরা এক জায়গায় জড়ো হলেন। কিন্তু অদ্ভুত এক কথা বলে বসলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১১:৫৩
Share:

—প্রতীকী ছবি।

বিয়ে উপলক্ষে আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব সকলকে নিমন্ত্রণ করেছেন পাত্র-পাত্রী। জীবনের শুভ মুহূর্ত বলে কথা! সব কিছুই নিখুঁত করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে জল ঢেলে দিলেন পাত্রের মা। মাইক কেড়ে নিয়ে ঘরভর্তি লোকজনের সামনে অদ্ভুত দাবি করে বসলেন তিনি। তা শুনে আর স্থির থাকতে পারলেন না তরুণী। বিয়ের অনুষ্ঠান ছেড়ে রেগেমেগে বেরিয়ে গেলেন তিনি। নববধূর পিছু নিলেন তাঁর স্বামীও।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরেই বিয়ে করেছেন তরুণী। স্বামী-স্ত্রী দু’জনেই জন্মসূত্রে থাকেন বিদেশে। বিয়ের অনুষ্ঠানে সব আয়োজন যেন নিখুঁত হয়, তা নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন দু’জনেই। বিয়ের দিন সব কিছু পরিকল্পনামাফিক চলছিল। হঠাৎ সব আয়োজন মাটিতে মিশিয়ে দিলেন তরুণীর শাশুড়ি।

সকলের সামনে মাইক চালু করে কথা বলতে শুরু করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভাবলেন, পাত্রের মা মনে হয় নবদম্পতির উদ্দেশে কিছু বলতে চান। তাই সকলে এক জায়গায় জড়ো হলেন। কিন্তু মুখের কাছে মাইক নিয়ে অন্য দাবি করে বসলেন পাত্রের মা। তিনি বললেন, ‘‘এই বিয়ের অর্ধেক খরচ আমি দিয়েছি। কিন্তু আমি এই আয়োজনে একদম সন্তুষ্ট নই।’’ পাত্রের মায়ের দাবি, এই অনুষ্ঠান উপলক্ষে নবদম্পতি যে কেকটি কেটেছেন, তা অত্যন্ত খারাপ মানের।

Advertisement

তরুণীর শাশুড়ি যখন তাঁর অভিযোগ জানাতে ব্যস্ত, তত ক্ষণে অতিথিদের পাতে পাতে সেই কেকের টুকরো পৌঁছে গিয়েছে। সব অতিথিকে সেই কেক খেতে বারণ করে তাঁর শাশুড়ি বলে উঠলেন, ‘‘বাড়িতে বানানো কেকও এর চেয়ে ভাল খেতে হয়। কাঁচা গাজরের উপর ক্রিমের স্তর দিয়ে ভরিয়ে দিয়েছে।’’ এই কথা বলে মাইক রেখে দিলেন তিনি। জীবনের বিশেষ দিন এ ভাবে পণ্ড করে দিয়েছেন দেখে রাগের মাথায় অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন নববধূ। স্ত্রীর রাগ কমানোর জন্য সেখান থেকে বেরিয়ে গেলেন তাঁর স্বামীও। অন্য দিকে, শাশুড়ির মুখে জয়ের হাসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement