Viral Video

ভয় দেখাতে গিয়ে গাছের ডাল গেল ভেঙে! বন্ধুকে না বাঁচিয়ে মুখে কিল-ঘুষি চিতাবাঘের, মজার ভিডিয়ো ভাইরাল

বন্ধুর ঘাড়ে লাফানোর আগেই গাছের ডাল গেল ভেঙে, সামলাতে না পেরে পা পিছলে নীচে পড়ে গেল চিতাবাঘ। বন্ধুর উদ্দেশ্য বুঝে রেগে গেল বসে থাকা চিতাবাঘটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১১:১৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাছের ডালে বসে শান্তিতে জিরোচ্ছিল একটি চিতাবাঘ। তাকে ভয় পাওয়ানোর জন্য পা টিপে টিপে গাছের ডাল ধরে এগিয়ে যাচ্ছিল অন্য একটি চিতাবাঘ। কিন্তু বন্ধুকে ভয় দেখাতে গিয়ে সে নিজেই পড়ল বিপদে। গাছের ডাল ভেঙে নীচে পড়ে যাচ্ছিল চিতাবাঘটি। সঙ্গে সঙ্গে গাছের ডালটি সামনের দুই পা দিয়ে আঁকড়ে ধরে নীচে ঝুলে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘জয়সাফারিবে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘকে চমকে দেওয়ার জন্য গাছের ডালে উঠেছিল অন্য এক চিতাবাঘ। কিন্তু বন্ধুর ঘাড়ে লাফানোর আগেই গাছের ডাল গেল ভেঙে, সামলাতে না পেরে পা পিছলে নীচে পড়ে গেল সে।

বন্ধুর উদ্দেশ্য বুঝে রেগে গেল বসে থাকা চিতাবাঘটি। গাছের ডাল সামনের দুই পা দিয়ে আঁকড়ে ধরে কোনও রকমে উপরে ওঠার চেষ্টা করছে এক শ্বাপদ। কিন্তু বন্ধুকে বিন্দুমাত্র সাহায্য করল না অন্য চিতাবাঘটি। বরং তার মুখে ক্রমাগত থাবা দিয়ে কিল-ঘুষি মারতে থাকল সে। মারতে মারতে সে গাছের ডালের পিছনে সরে গেল। তার পর গাছের ডাল থেকে ঝুলতে ঝুলতে চিতাবাঘটি হামাগুড়ি দিয়ে উপরে উঠে পড়ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement