Viral Video

সঙ্গিনীকে দেখে আহ্লাদে আটখানা হতেই চমকে উঠল সিংহ! সন্তানদের দেখে লেজ গুটিয়ে দৌড়, মজার ভিডিয়ো ভাইরাল

সিংহকে বিশ্রাম করতে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহী। সঙ্গিনীকে দেখে বিরক্ত না হয়ে মনে মনে খুশিই হল সিংহ। শান্ত মনে আবার সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ০৯:৪৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝ জঙ্গলে লম্বা লম্বা ঘাসের ছায়ায় বসে জিরোচ্ছিল ‘বনের রাজা’। পিছন থেকে তার দিকে এগিয়ে আসছিল একটি সিংহী। সঙ্গিনীকে দেখে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিল সিংহ। সিংহের বিশ্রামে কোনও ব্যাঘাত ঘটবে না, আবার সুযোগ পেলে সিংহীকে আদরও করা যাবে— এ সব সাত-পাঁচ ভাবতে ভাবতে সামনের দিকে শান্ত ভাবে মুখ ঘুরিয়ে নেয় সিংহ।

Advertisement

কিন্তু হঠাৎ তার চোখ যায় সিংহীর পাশে। এ কাদের সঙ্গে নিয়ে এসেছে তার সঙ্গিনী! সন্তানদের দেখামাত্রই সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় পশুরাজ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহ জঙ্গলের মাঝে বসে একা একা বিশ্রাম করছে। সিংহকে বিশ্রাম করতে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহী। সঙ্গিনীকে দেখে বিরক্ত না হয়ে মনে মনে খুশিই হল সিংহ।

Advertisement

শান্ত মনে আবার সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাল সে। কিন্তু হঠাৎ জঙ্গলে অন্য কিছুর উপস্থিতি টের পেল সিংহটি। পিছনে ঘুরে সে দেখল যে, সিংহী সেখানে একা আসেনি। তার সঙ্গে এসেছে সিংহের শাবকেরাও। সন্তানদের দেখার পর আর এক মুহূর্ত সেখানে বসে থাকল না সিংহটি। সঙ্গে সঙ্গে সেখান থেকে লেজ গুটিয়ে অন্য দিকে পালিয়ে গেল সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement