Viral Video

সমুদ্রসৈকতে শিকারকে টেনে এনে ‘লড়াই’ হাঙরের! ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকেরা, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

সমুদ্রসৈকতে একটি স্টিং রে-কে আক্রমণ করেছে এক বিশাল হাঙর। শিকার করবে বলে বার বার তাকে আঘাত করে যাচ্ছে হাঙরটি। স্টিং রে-টিও আত্মরক্ষা করতে পিছপা হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১০:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝসমুদ্রেই তুমুল ‘যুদ্ধ’ বেধেছিল দুই সামুদ্রিক দানবের। লড়াই করতে করতে শিকারকে সমু্দ্রসৈকতের কাছে টেনে নিয়ে চলে গেল একটি হাঙর। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন পর্যটকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘অ্যাকিউওয়েদার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সমুদ্রসৈকতের কাছে হাতে মোবাইল নিয়ে ভিড় জমিয়ে রয়েছেন পর্যটকেরা। কেউ কেউ দূর থেকে ভিডিয়ো করছেন। কেউ আবার সাহস করে সমুদ্রের জলে নেমে পড়েছেন।

সকলেই এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকছেন। সমুদ্রসৈকতে একটি স্টিং রে-কে আক্রমণ করেছে এক বিশাল হাঙর। শিকার করবে বলে বার বার তাকে আঘাত করে যাচ্ছে হাঙরটি। স্টিং রে-টিও আত্মরক্ষা করতে পিছপা হচ্ছে না। দুই সামুদ্রিক দানবের এই ‘যুদ্ধ’ দেখতে সমুদ্রসৈকতের কাছে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে পড়েছেন পর্যটকেরা। এই ঘটনাটি বৃহস্পতিবার ফ্লোরিডার পানামি সিটি সমুদ্রসৈকতে ঘটেছে। সমুদ্রে কিছু ক্ষণ ‘লড়াই’ করে হাঁপিয়ে উঠল হাঙর এবং স্টিং রে। তার পর যে যার পথে চলে গেল। পর্যটকেরাও হাঁপ ছেড়ে বাঁচলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement