ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলাশয়ে স্নান করতে নেমেছিল দুই সিংহ। কিন্তু নিজের এলাকায় ‘অনুপ্রবেশকারী’দের উপস্থিতি দেখেই খেপে গেল এক জলহস্তী। সিংহকে কামড় দিতে মুখ হাঁ করে তার দিকে তেড়ে গেল সে। জলহস্তীর তাড়া খেয়ে লেজ গুটিয়ে জলাশয় ছেড়ে পালাল সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নামিবিয়া_আফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলাশয়ের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে দুই সিংহ। নিজের এলাকায় সিংহদের ‘জলকেলি’ করতে দেখে মাথা গরম হয়ে গেল জলহস্তীর। তাদের দিকে তেড়ে গেল জলহস্তীটি।
তার তাড়া খেয়ে জলাশয় ছেড়ে তাড়াহুড়ো করে ডাঙায় উঠে পড়ল একটি সিংহ। মুখ হাঁ করে কামড় দেওয়ার জন্য অন্য একটি সিংহের পিছু নিল জলহস্তীটি। সিংহের পিঠে সে প্রায় কামড় বসিয়ে ফেলতে গেল। বিপদ আসন্নপ্রায় বুঝে সেখান থেকে দ্রুত সাঁতার কেটে ডাঙায় উঠে নিজের প্রাণ বাঁচাল সিংহটি। এই ঘটনাটি আফ্রিকার নামিবিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, “যত সাহস ডাঙায়! জলে নেমেই কি সব হাওয়ায় উবে গেল?”