Envelop

একটা খামের দাম কত হতে পারে! বলুন তো এই খামের দাম কত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২০:১৪
Share:

ছবি: সংগৃহীত।

সাধারণ কাগজের খাম। তার গায়ে কিছু আঁকি বুঁকি কাটা। কিছু জ্যামিতিক নকশা। আবার কোনওটিতে কিছু গয়নাগাটি বা সাজগোজের জিনিসের ছবি।

Advertisement

খুব যে রঙচঙে তা নয়। মোটামুটি রঙগুলির মধ্যে একটা সামঞ্জস্য আছে। আবার কোনওটিতে লাল-নীল-হলুদ-সবুজ চার রঙেরই কারিকুরি।

এই খামের দাম কত হতে পারে?

Advertisement

সাধারণ কাগজের খাম বড়জোর ২-৩টাকা। খুব নকশা করা থাকলে তা বড়জোর ১৫-২০ টাকা দাম হতে পারে। মাথা খাটিয়ে বুদ্ধিদীপ্ত ভাবে তৈরি খাম? ধরে নেওয়া যাক তার দাম হবে ৫০-১০০ টাকা। আর এই খামটির দাম ব্রিটেনের মুদ্রার হিসাবে ১০০ পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৫৩০ টাকা।

একটি খামের এমন দাম শুনে হইচই পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। সবাই জানতে চায় এই ১০০ পাউন্ডের খামের ভিতরে আদতে কী আছে? উত্তর হল কিছুই নেই। আসলে এই খাম তৈরি করেছে এয়ারমেইজ নামের প্যারিসের বিখ্যাত ফ্যাশন সংস্থা। তারা মহার্ঘ্য জিনিসপত্র তৈরি করে। এ ৫ কাগজের আকৃতির এই খামটিরও দাম তাই বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement