Viral Video

ট্র্যাফিক নিয়ম ভেঙে বাইক চালিয়ে সাইকেল থেকে কিশোরকে ধাক্কা দিয়ে ফেলে পালালেন যুবক, ভাইরাল ভিডিয়ো

বাইক নিয়ে সোজা একটি সাইকেলে গিয়ে ধাক্কা মারেন এক ব্যক্তি। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সেই কিশোর। সাইকেলে ধাক্কা দিয়ে সেখান থেকে ছুটে পালান বাইকচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাইক চালাতে চালাতে ট্র্যাফিক নিয়ম ভেঙে উল্টো রাস্তায় ঢুকে পড়েন এক ব্যক্তি। বিপরীত দিক দিয়ে গাড়ি, বাইকও ছুটে চলেছে। একই দিক দিয়ে রাস্তার ধার ঘেঁষে সাইকেল চালিয়ে যাচ্ছিল এক কিশোর। অতি সাবধানে সাইকেল চালাচ্ছিল সে। কিন্তু উল্টো দিক থেকে সেই বাইকচালকটি এসে সোজা ধাক্কা মারেন কিশোরকে।

Advertisement

সাইকেল থেকে ছিটকে পড়ে যায় সে। সাইকেলে ধাক্কা দিয়ে বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ছুটে গিয়ে কিশোরকে রাস্তা থেকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অন্ধেরিলোকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাইক নিয়ে সোজা একটি সাইকেলে গিয়ে ধাক্কা মারেন এক ব্যক্তি। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সেই কিশোর। সাইকেলে ধাক্কা দিয়ে সেখান থেকে ছুটে পালান বাইকচালক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের লোখান্ডওয়ালার ব্যাক রোড এলাকায় ঘটেছে।

Advertisement


ট্র্যাফিক নিয়ম ভেঙে রাস্তার বিপরীত দিক দিয়ে বাইক চালাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় সাইকেল চালিয়ে যাচ্ছিল এক কিশোর। জোরে বাইক চালাতে গিয়ে সাইকেলে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই চালক। সাইকেল থেকে ছিটকে মাঝরাস্তায় পড়ে যায় কিশোর। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা সেখানে ছুটে গিয়ে কিশোরকে রাস্তা থেকে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যান। কিশোরের মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান। বাইকের ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়েছে কিশোর। সিসিটিভি ফুটেজের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement