Viral Video

রাতে হাঁটতে বেরিয়ে মাঝরাস্তায় অতিকায় ভালুকের মুখোমুখি দুই তরুণ, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

তরুণেরা এগিয়ে গেলেও গরুর দলটি হঠাৎ কিছু বুঝতে পেরে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে। গলির মুখ থেকে তরুণদের দিকে ছুটে আসে অতিকায় এক ভালুক। ভালুককে তেড়ে আসতে দেখে সেখান থেকে গরুর দলের সঙ্গেই ছুট দিলেন দুই তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৮:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাত হতে না হতেই বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তরুণ। দুই তরুণ সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিলেন। তাঁদের পিছন পিছন যাচ্ছিল গরুর দল। তরুণেরা এগিয়ে গেলেও গরুর দলটি হঠাৎ কিছু বুঝতে পেরে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে। গলির মুখ থেকে তরুণদের দিকে ছুটে আসে অতিকায় এক ভালুক। ভালুককে তেড়ে আসতে দেখে সেখান থেকে গরুর দলের সঙ্গেই ছুট দিলেন দুই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘণ্টা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণের পিছনে তাড়া করেছে একটি মস্ত বড় ভালুক। ভালুকটিকে দেখে পালিয়ে গেল গরুর দলও। এই ঘটনাটি হৃষীকেশের শ্যামপুর এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের অধিকাংশের দাবি, এই ভালুকটি নিকটবর্তী চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছে। বন দফতরের আধিকারিকদের খবর পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ভালুকটি কারও ক্ষতি করেনি। স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে, ভালুকটিকে আবার কোথাও দেখতে পেলে যেন বন দফতরকে জানানো হয়। তত দিন খুব সাবধানে চলাফেরা করার নির্দেশও দিয়েছে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement