Bizarre

হোমওয়ার্ক শেষ না করায় মায়ের বকুনি খেয়ে রেগে গেল বালিকা, মাথা ঠান্ডা করতে ঢুকল ওয়াশিং মেশিনে! তার পর...

ওই বালিকা সময়মতো হোমওয়ার্ক শেষ করতে পারেনি বলে মায়ের কাছে বকা খেয়েছিল। বকা খেয়ে মাথা গরম হয়ে গিয়েছিল তার। তাই মাথা ঠান্ডা করতে বাড়ির সকলের আড়ালে গিয়ে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে পড়ে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১১:৫০
Share:

—ছবি: সংগৃহীত।

সময়মতো পড়াশোনা শেষ করতে পারেনি বালিকা। তাই মায়ের কাছে বেদম বকা খেয়েছে সে। বাড়িসুদ্ধ লোকের সামনে বকা খেয়ে ভারি মনখারাপ হয়েছে তার। মায়ের প্রতি রাগও হয়েছে বালিকার। মাথা ঠান্ডা করতে তাই ঘরের ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে পড়ল সে। কিন্তু তার পরেই হল বিপদ। কোনও ভাবেই আর মেশিনের ভিতর থেকে বার হতে পারল না বালিকা। তাকে বার করতে শেষমেশ বাড়িতে হাজির হলেন উদ্ধারকর্মীরা। মেশিন খুলে বার করা হল সেই বালিকাকে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ৩০ মার্চ পূর্ব চিনের জিয়াংশু প্রদেশের কুনশান এলাকায় ঘটেছে। ১২ বছর বয়সি এক বালিকা ওয়াশিং মেশিনের (কাপড় কাচার যন্ত্র) ভিতর ঢুকে পড়ে। কোনও ভাবেই তাকে বার করা যাচ্ছিল না বলে বালিকার মা আপৎকালীন পরিষেবা কেন্দ্রে ফোন করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন উদ্ধারকর্মীরা। বাইরে থেকে তাঁরাও সেই বালিকাকে বার করতে পারেন না। তাই ওয়াশিং মেশিনটি খুলতে শুরু করে দিলেন তাঁরা।

১৬ মিনিট পর বালিকাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেন কর্মীরা। জানা গিয়েছে, ওই বালিকা সময়মতো হোমওয়ার্ক শেষ করতে পারেনি বলে মায়ের কাছে বকা খেয়েছিল। বকা খেয়ে মাথা গরম হয়ে গিয়েছিল তার। তাই মাথা ঠান্ডা করতে বাড়ির সকলের আড়ালে গিয়ে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে পড়ে সে। পরে মেয়ের কীর্তি নজরে পড়তে মেশিনের ভিতর থেকে বালিকাকে টেনে বার করার চেষ্টা করেন তার মা। কিন্তু মেশিনের ভিতর আটকে গিয়েছিল সে। কোনও ভাবেই তাকে বার করা যাচ্ছিল না। তাই উদ্ধারকর্মীরা পৌঁছে ওয়াশিং মেশিন ভেঙে ওই বালিকাকে উদ্ধার করেন। বালিকা সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement