Rajasthan

জানলার পর্দা না-টেনে হোটেলের কামরায় সঙ্গম! যুগলের ঘনিষ্ঠ মুহূর্ত দেখতে ভিড় জমল রাস্তায়, হল যানজট

মঙ্গলবার রাত ১০টা নাগাদ জয়পুরের একটি বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল ওই যুগলকে। ঘরের কাচের জানলায় পর্দা টানা না-থাকায় সেই দৃশ্য পথচারীদের চোখে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১২:২৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তার ধারের বিলাসবহুল হোটেলের কামরায় উদ্দাম যৌনতায় মেতেছিলেন যুগল। ভুলে গিয়েছিলেন কাচের জানলার পর্দা টানতে। সেই ভুলের বড় মাসুল দিতে হল তাঁদের। ওই যুগলের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধরা পড়ল পথচারীদের চোখে। যুগলকে দেখতে ভিড় জমে গেল রাস্তায়। কেউ কেউ ক্যামেরাবন্দি করলেন পুরো ঘটনা। বয়ে গেল কুমন্তব্যের বন্যা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা নাগাদ জয়পুরের একটি বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল ওই যুগলকে। ঘরের কাচের জানলায় পর্দা টানা না-থাকায় সেই দৃশ্য পথচারীদের চোখে পড়ে। ভিড় জমে যায় হোটেলের বাইরের রাস্তায়। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন অনেকে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হোটেলের সামনের উড়ালপুলে যানজট তৈরি হয়।

পুরো ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সে সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভাইরাল ভিডিয়োগুলিকে কেন্দ্র করে হইচই পড়েছে নেটপাড়ায়। তৈরি হয়েছে বিতর্ক। নিন্দার ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকেই ওই ঘটনার দায় চাপিয়েছে হোটেল কর্তৃপক্ষের উপরে। যুগলের অন্তরঙ্গ মুহূর্ত দেখার জন্য এবং বিষয়টি ক্যামেরাবন্দি করার জন্য রাস্তায় ভিড় জমানো জনগণেরও সমালোচনা করে সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ ভাবে কোনও মানুষের গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করা অপরাধ। ওই যুগলের জীবন নষ্ট হয়ে যেতে পারে। যাঁরা ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক।’’ নেটাগরিকদের একাংশের আবার দাবি, হোটেলের কামরায় ঘনিষ্ঠ হওয়ার সময় ওই যুগলের আরও সাবধানি হওয়া উচিত ছিল।

Advertisement

উল্লেখ্য, হোটেলের ওই যুগলের পরিচয় এখনও জানা যায়নি। পুরো ঘটনাটি নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলেও খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement