—প্রতীকী ছবি।
সকালবেলা খেতে গিয়েছিলেন যুবক। সেই সময়ে ভুল করে পা পড়ে যায় বিষধর সাপের লেজে। সঙ্গে সঙ্গে যুবকের পায়ে কামড় দেয় ভয়ঙ্কর সরীসৃপটি। তবে ওই যুবকের কিছু হয়নি। পাঁচ মিনিটের মধ্যে ছটফট করতে করতে মৃত্যু হল বিষাক্ত সাপটিরই। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিরলতম’ ঘটনাটি বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ঘটেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ মাঠে গিয়েছিলেন পেশায় গাড়ি সারাই মিস্ত্রি সচিন নাগপুরে। তখনই অসাবধানতাবশত একটি বিষাক্ত সাপের লেজে পা পড়ে যায় ২৫ বছর বয়সি ওই যুবকের। সঙ্গে সঙ্গে ফোঁস করে ওঠে সাপটি। কামড় দেয় সচিনের পায়ে। তবে অদ্ভুত ভাবে সচিনকে কামড়ানোর ৫-৬ মিনিটের মধ্যে সরীসৃপটি নিজেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। ঘটনার পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান সচিন। পরিবারের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছোন। এর পর সচিন এবং মৃত সাপটিকে নিয়ে হাসপাতালে যান তাঁরা। বর্তমানে সচিন জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত বলে খবর।
কিন্তু কী ভাবে এই ঘটনা ঘটল? বিশেষজ্ঞদের মতে, একজন মানুষকে কামড়ানোর পর সাপের মৃত্যু অত্যন্ত বিরল। তবে অসম্ভব নয়। এর কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে বলেও জানিয়েছেন তাঁরা। মধ্যপ্রদেশ বনবিভাগের আধিকারিক ধর্মেন্দ্র বিসেন পুরো বিষয়টিকে ‘বিরলতম ঘটনা’ বলে উল্লেখ করেছেন। ধর্মেন্দ্র জানিয়েছেন, খুব অস্বাভাবিক পরিস্থিতিতেই একজন ব্যক্তিকে কামড়ানোর পর বিষাক্ত সাপ মারা যেতে পারে। তাঁর দাবি, যুবকের পায়ে কামড় বসানোর সঙ্গে সঙ্গে তার নিজের শরীরের মধ্যেই বিষের থলি ফেটে গিয়ে মৃত্যু হতে পারে বিষধর সাপটির।
অন্য দিকে সচিনের দাবি, গত ৭-৮ বছর ধরে বিভিন্ন ভেষজ গাছের ডাল দিয়ে দাঁত মাজেন তিনি। আর সে কারণেই সাপের কামড়ে কিছু হয়নি তাঁর। উল্টে ভেষজ গুণে তাঁর রক্ত সাপের বিষদাঁতে লেগে মৃত্যু হয়েছে সাপটির।