Bee attack on Man

আচমকা তেড়ে এল হাজার খানেক মৌমাছি, এক পায়ে ভর করে চলা বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়!

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেননি। শেষে ডাকা হয় দমকলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নিউইয়র্ক শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৫:২৯
Share:

একসঙ্গে হাজারটি মৌমাছির আক্রমণ। প্রতীকী ছবি।

আচমকা উড়ে এল তাদের দল। তার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই চলল আক্রমণ। একসঙ্গে ১ হাজারটি মৌমাছির আক্রমণের মুখে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ এবং তাঁর পোষ্য কুকুর। রাস্তার মধ্যে হঠাৎ একসঙ্গে এতগুলি মৌমাছির হামলায় দিশেহারা হয়ে পড়েন ওই বৃদ্ধ। সংক্রমণের কারণে ৮ বছর আগে এক পা হারিয়েছেন ওই বৃদ্ধ। এক পায়ে দাঁড়িয়ে মৌমাছির হামলা প্রতিহত করতে পারেননি তিনি। আমেরিকার অ্যারিজোনা প্রদেশে এমন কাণ্ডই ঘটেছে।

Advertisement

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে তাঁকে রক্ষা করতে পারেননি। ডাকা হয় দমকলকে। শেষে দমকল হোস পাইপের সাহায্যে জল ঢেলে মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধ এবং তাঁর পোষ্যকে উদ্ধার করে। বৃদ্ধের শরীরে ২৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল।

Advertisement

গত শনিবার রাতে পোষ্যকে নিয়ে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন জন ফিশার নামে ওই বৃদ্ধ। সেই সময়ই মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। বৃদ্ধের হাত, পা, মুখ, চোখ, পিঠে মৌমাছি কামড়েছে। তাঁর চিকিৎসা করা হয়েছে। বৃদ্ধ জানিয়েছেন, তাঁর পোষ্য কুকুরটিও মৌমাছির আক্রমণের মুখে পড়েছিল। কুকুরটিকে ৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল। তারও চিকিৎসা করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন