Bizarre

হবু স্ত্রীর হাত ধরে বলে ফেললেন প্রাক্তন প্রেমিকার নাম! বিয়ের শপথগ্রহণে তরুণের কাণ্ডে উঠল ‘সুনামি’

শপথগ্রহণের সময় নিয়মানুসারে হবু স্ত্রীর সম্পূর্ণ নাম উচ্চারণ করতে হয় পাত্রকে। তখনই গোলমাল করে ফেললেন অ্যান্ড্রিউ। রেবেকার নামের পরিবর্তে নিজের প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেললেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৭:৫৪
Share:

—প্রতীকী ছবি।

মনের মানুষকে বিয়ে করবেন বলে কথা! উত্তেজনা থাকলেও মনের কোথাও ভয়ও দানা বেঁধে ছিল তরুণের। কোথাও কোনও ভুলভ্রান্তি না হয়ে যায়, সর্ব ক্ষণ সেই চিন্তাই করছিলেন তিনি। বেশি সতর্ক হতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তিনি। হবু স্ত্রীর হাত ধরে, চোখে চোখ রেখে দাঁড়িয়েছিলেন তরুণ। কিন্তু শপথগ্রহণের সময় হবু কনের নামের পরিবর্তে নিজের প্রাক্তন প্রেমিকার নাম বলে বসলেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম রেবেকা সারা হোয়ান কুরেশি। অ্যান্ড্রিউ ফ্লাইডস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘ কাল সম্পর্কে ছিলেন রেবেকা। সেই প্রেমই সংসারে পরিণতি পেয়েছে। রেবেকা জানান, বিয়ের দিন খুব চিন্তিত ছিলেন অ্যান্ড্রিউ। তাঁর চোখেমুখে সেই ছাপও স্পষ্ট ছিল।

বিয়ের শপথগ্রহণের সময় রেবেকার হাত ধরে দাঁড়িয়েছিলেন অ্যান্ড্রিউ। তিনি যে রেবেকার সারা জীবনের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন তিনি। শপথগ্রহণের সময় নিয়মানুসারে হবু স্ত্রীর সম্পূর্ণ নাম উচ্চারণ করতে হয় পাত্রকে।

Advertisement

তখনই গোলমাল করে ফেললেন অ্যান্ড্রিউ। রেবেকার নামের পরিবর্তে নিজের প্রাক্তন প্রেমিকার নাম বলে ফেললেন তিনি। রেবেকা অবশ্য তাতে রেগে যাননি। বরং অতিথিদের সামনে হাসতে শুরু করে দিয়েছিলেন। ব্যাপারখানা বুঝতে পেরে হাসি সামলাতে পারেননি অ্যান্ড্রিউও। পরে অবশ্য রেবেকার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

আসলে, রেবেকার মধ্যনাম সারা। অন্য দিকে, অ্যান্ড্রিউয়ের প্রাক্তন প্রেমিকার নামও সারা। রেবেকার দাবি, শপথগ্রহণের সময় রেবেকা নামটি উচ্চারণ করতেই ভুলে গিয়েছিলেন অ্যান্ড্রিউ।

এই ঘটনাটি মনে করিয়ে দেয় জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘ফ্রেন্ড্‌স’-এর কথা। সেই সিরিজ়ে রস্ নামের চরিত্রটি এমিলিকে বিয়ে করার সময় ভুল করে তার প্রাক্তন প্রেমিকা র‌্যাচেলের নাম নিয়ে ফেলেছিল। এই ভুলের জন্য ক্ষমা চেয়েও ব্যর্থ হয় রস্‌। বিয়ে ভেঙে দিয়েছিল এমিলি। কিন্তু বাস্তবে অ্যান্ড্রিউ এবং রেবেকার ক্ষেত্রে সেই ঘটনা ঘটেনি। বর্তমানে সুখেশান্তিতে সংসার করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement