Viral Video

রাস্তায় হাঁটুজল, অফিস থেকে বাড়ি ফিরতে ট্রাক ভাড়া করলেন সহকর্মীরা, ফিরলেন হইহই করে! ভাইরাল ভিডিয়ো

একটি অফিসের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সংস্থার কর্মীরা। কিছু ক্ষণ পর অফিসের সদর দরজার সামনে গিয়ে দাঁড়াল একটি ছোট ট্রাক। একে একে সেই ট্রাকের পিছনে উঠে পড়লেন কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সারা দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে শহরে। রাস্তায় হাঁটুজল। যাতায়াতের বিশেষ কোনও উপায় নেই। অনলাইনে গাড়ির ভাড়াও আকাশছোঁয়া। অফিসের বাইরে দাঁড়িয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিলেন সেই সংস্থার কর্মীরা। রাতে এই জলমগ্ন রাস্তা পেরিয়ে কী ভাবে বাড়ি পৌঁছোবেন তা নিয়েই আলোচনা করছিলেন সকলে। অনলাইনেও বেশি ক্যাব বুক করা যাচ্ছে না। তাই সকলে মিলে একটি উপায় বার করলেন।

Advertisement

একটি ছোট ট্রাক ভাড়া করলেন তাঁরা। তার পর ট্রাকের পিছনে সকলে চেপে বসলেন। ট্রাকের চালকই নির্দিষ্ট ঠিকানায় সকলকে পৌঁছে দেবেন বলে স্থির করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘জীতেন্দ্র শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বৃষ্টির ফলে রাস্তায় জল জমে রয়েছে। একটি অফিসের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সংস্থার কর্মীরা। কিছু ক্ষণ অফিসের সদর দরজার সামনে গিয়ে দাঁড়াল একটি ছোট ট্রাক। একে একে সেই ট্রাকের পিছনে উঠে পড়লেন কর্মীরা। ট্রাকের পিছনে মালপত্র রাখার জায়গায় দাঁড়িয়ে পড়লেন তাঁরা। এই ঘটনাটি সোমবার গুরুগ্রামের একটি অফিসে ঘটেছে।

Advertisement

ভারী বৃষ্টির কারণে রাস্তায় জল জমে গিয়েছিল। তার ফলে বাড়ি ফিরতে পারছিলেন না অফিসকর্মীরা। অনলাইনে ক্যাবের সংখ্যা কম ছিল। তা ছাড়া গাড়িভাড়াও ছিল আকাশছোঁয়া। তাই সকলে মিলে একটি ছোট ট্রাক ভাড়া করে তাতে উঠে পড়লেন। ট্রাকচালক সকলকে তাঁদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন বলে স্থির করা হয়।

ট্রাকের পিছনে উঠে সকলে মিলে হাসাহাসি করতে শুরু করলেন। এমনকি, নিজেরাই ছবি এবং ভিডিয়ো তুলে হইহই করতে করতে নিজেদের বাড়ি ফিরলেন। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শেষমেশ ট্রাকের উপরেই ভরসা রাখতে হল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement