Viral Video

আদালতে যেতে গিয়ে বোল্ডার পড়ে থেঁতলে গেল স্বাস্থ্য আধিকারিকের গাড়ি! নৈনিতালের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

দু’জন স্বাস্থ্য আধিকারিক গাড়িতে চেপে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজকর্ম সারার জন্য নৈনিতাল আদালতের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজকর্ম সারতে সকাল সকাল নৈনিতাল আদালত যাওয়ার পথে রওনা হয়েছিলেন দুই স্বাস্থ্য আধিকারিক। কিন্তু বৃষ্টির দিনে অঘটন নেমে এল তাঁদের জীবনে। পাহাড়ি রাস্তা দিয়ে এঁকেবেঁকে যাচ্ছিল তাঁদের গাড়ি। ঠিক সেই মুহূর্তে পাহাড় থেকে গড়িয়ে একটি বোল্ডার নীচে পড়ল।

Advertisement

বোল্ডারের চাপে থেঁতলে গেল তাঁদের গাড়ির বনেট। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘খুশবু_জার্নো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ধরা দিয়েছে পাহাড়ি রাস্তার উপর একটি গাড়ি দুর্ঘটনার দৃশ্য। পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ে গাড়ির বনেটটি থেঁতলে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নৈনিতালের ভুজিয়াঘাটের হলদোওয়ানি এলাকায় ঘটেছে।

Advertisement

দু’জন স্বাস্থ্য আধিকারিক সেই গাড়িতে চেপে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজকর্ম সারার জন্য নৈনিতাল আদালতের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। বোল্ডার গড়িয়ে পড়ার ফলে গাড়ির বনেট ভেঙেচুরে গিয়েছে। দু’জন স্বাস্থ্য আধিকারিককে আহত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement