Viral Video

কনের জামায় ঢুকে পড়ল বোলতা! অতিথিদের সামনে গাউনে হাত ঢুকিয়ে পাত্রীকে বাঁচালেন হবু বর, ভাইরাল ভিডিয়ো

পাত্রী জানান যে, তাঁর পোশাকের ভিতর একটি বোলতা ঢুকে পড়েছে। জামাটি আলগা করেও কোনও ভাবে বোলতাটি বার করতে পারছেন না তিনি। তরুণীর বান্ধবীরাও বোলতাটি বার করতে ব্যর্থ হন। কনে অস্বস্তিবোধ করছেন দেখে শেষে রক্ষাকর্তা হয়ে এগিয়ে যান পাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শপথগ্রহণের সময় মনের মানুষের হাতে হাত রেখে দাঁড়িয়েছিলেন তরুণী। জীবনসঙ্গীর চোখে চোখ‌ রেখে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বিপদ। কনের পোশাকের ভিতর ঢুকে পড়ে একটি বোলতা। তা নিয়ে নাজেহাল হয়ে যায় কনের বান্ধবীরাও। তরুণীর মুখ ভয়ে শুকিয়ে যায়।

Advertisement

চেষ্টা করেও বোলতাটি বার করতে পারেন না কনের বান্ধবীরা। শেষ পর্যন্ত রক্ষাকর্তা হয়ে হাজির হন পাত্র। গাউনের ভিতর হাত ঢুকিয়ে বোলতাটি বার করে ছুড়ে ফেলে দেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

সাদা গাউনের সঙ্গে মানানসই গয়না পরে বিয়ের সাজে দাঁড়িয়েছিলেন এক তরুণী। তাঁর হাত ধরে, চোখে চোখ রেখে তরুণীর সামনে দাঁড়িয়েছিলেন পাত্র। কিছু ক্ষণ পরেই সারা জীবন একসঙ্গে থাকার শপথগ্রহণ করবেন দু’জন। জীবনের এই শুভ মুহূর্তেও ধীরে ধীরে তরুণীর ঠোঁট থেকে হাসি মিলিয়ে যায়। চোখমুখ শুকিয়ে যেতে থাকে তাঁর। হঠাৎ পিঠের দিকে হাত দিয়ে গাউনটি টেনে ধরেন তরুণী।

Advertisement

পাত্রী জানান যে, তাঁর পোশাকের ভিতর একটি বোলতা ঢুকে পড়েছে। জামাটি আলগা করেও কোনও ভাবে বোলতাটি বার করতে পারছেন না তিনি। তরুণীর বান্ধবীরাও বোলতাটি বার করতে ব্যর্থ হন। কনে অস্বস্তিবোধ করছেন দেখে শেষে রক্ষাকর্তা হয়ে এগিয়ে যান পাত্র। অতিথিদের সামনে তরুণীর গাউনের ভিতর হাত ঢুকিয়ে দেন তিনি।

তার পর বোলতাটি মুঠোয় চেপে বাইরে ছুড়ে ফেলে দেন তরুণ। বোলতার হাত থেকে রেহাই পেয়ে খিলখিলিয়ে হেসে ওঠেন পাত্রী। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পাত্র একেবারে বীরপুরুষের মতো এগিয়ে গিয়েছিলেন। তরুণীর বিপদ দেখে আর হাত গুটিয়ে থাকতে পারেননি। জীবনসঙ্গী এমনই হওয়া প্রয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement