Viral Video

বিনোদন পার্কে গিয়ে বিপদে অটিস্টিক শিশু! ২০ ফুট উঁচু মোনোরেল লাইনে উঠে ভয়ে কান্নাকাটি, ভাইরাল ভিডিয়ো

বাবা-মায়ের সঙ্গে বিনোদন পার্কে ঘুরতে গিয়ে হারিয়ে যায় এক শিশু। তার পর দিক্ভ্রান্ত হয়ে ২০ ফুট উঁচু মোনোরেলের লাইনে উঠে পড়ে সে। লাইনের মাঝখানে দাঁড়িয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় শিশুটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাবা-মায়ের সঙ্গে বিনোদন পার্কে ঘুরতে গিয়েছিল এক শিশু। ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে কোনও ভাবে বাবা-মাকে হারিয়ে ফেলে সে। পার্কের মধ্যে ২০ ফুট লম্বা একটি মোনোরেলের লাইন ছিল। হাঁটতে হাঁটতে সেই লাইনে উঠে পড়ে শিশুটি। তার পর লাইন বরাবর হেঁটে গিয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় সে। মোনোরেলের উপর শিশুটিকে ওই ভাবে হাঁটাচলা করতে দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করে দেন সেখানে উপস্থিত অন্য পর্যটকেরা।

Advertisement

বিপদ বুঝে একটি উঁচু জায়গায় উঠে পড়েন এক জন পর্যটক। তার পর মোনোরেলের লাইনে লাফ দিয়ে উঠে শিশুটিকে উদ্ধার করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফারাও’স পিক্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক শিশু উঁচু একটি মোনোরেলের লাইনের উপর উঠে হাঁটাচলা করছে। কিছু ক্ষণ পর ভয় পেয়ে লাইনের মাঝখানে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয় সে। সম্প্রতি এই ঘটনাটি আমেরিকার পেনসিলভ্যানিয়ার একটি বিনোদন পার্কে ঘটেছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই শিশুটি অটিজ়মে আক্রান্ত। বাবা-মায়ের সঙ্গে বিনোদন পার্কে ঘুরতে গিয়ে হারিয়ে যায় সে। তার পর দিক্ভ্রান্ত হয়ে ২০ ফুট উঁচু মোনোরেলের লাইনে উঠে পড়ে। মাঝলাইনে দাঁড়িয়ে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় শিশুটি। বিনোদন পার্কের তরফে জানানো হয়েছে যে, সেই সময় মোনোরেল বন্ধ ছিল।

শিশুটিকে বিপন্ন পরিস্থিতিতে দেখে এক পর্যটক উঁচু জায়গায় উঠে মোনোরেলের লাইনে লাফিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তাঁকে সাহায্য করতে এগিয়ে যান আরও এক পর্যটক। দুই পর্যটকের তৎপরতা দেখে সেখানে উপস্থিত অন্য পর্যটকেরা হাততালি দিয়ে বাহবা জানান। পরে শিশুটির বাবা-মায়ের সঙ্গে বিনোদন পার্কের তরফে যোগাযোগ করা হয়। এই ঘটনায় শিশুটি আহত হয়নি বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement