Viral Video

রাগে ‘গর্জন’ করে উঠল হাতির ছানা! খেলা থামিয়ে দেওয়ায় শুঁড় তুলে তরুণীর কাছে তেড়ে গেল হস্তীশাবক, ভাইরাল ভিডিয়ো

তরুণী আসলে হাতিগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। হাতির ছানা সেই তরুণীর সঙ্গেই খেলাধুলা করছিল। কিন্তু খেলায় ভঙ্গ দিয়ে আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তরুণীর সঙ্গে খেলাধুলায় মেতে ছিল হাতির ছানা। কিন্তু সেই খেলায় ভঙ্গ দিলেন তরুণী। সে কারণেই রাগ চেপে বসল হস্তীশাবকের। তরুণীর দিকে তেড়ে গিয়ে সিংহের মতো গর্জন করে উঠল সে। শুঁড় তুলে নিজের অভিমানের কথা জানাল হাতির ছানা। তার পর সন্তানকে শান্ত করতে সেখানে হাজির হল হস্তীশাবকের মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শুঁড় তুলে এক তরুণীর দিকে তেড়ে যাচ্ছে এক হস্তীশাবক। সিংহের মতো গর্জন করছে সে। হাতির ছানার কাণ্ড দেখে হেসে কুটিপাটি সেই তরুণী। পরে গাছের ডালপালা নিয়ে এসে সন্তানকে শান্ত করল হস্তীশাবকের মা।

ওই তরুণী আসলে হাতিগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। হাতির ছানা সেই তরুণীর সঙ্গেই খেলাধুলা করছিল। কিন্তু খেলায় ভঙ্গ দিয়ে আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তরুণী। তা দেখে রেগে আগুন হয়ে যায় হাতির ছানা। শুঁড় তুলে ভয়ঙ্কর ভাবে ডাকতে শুরু করে সে। তরুণীর দিকে শুঁড় তুলে তেড়েও যায়।

Advertisement

তার হাবভাব দেখে মনে হয় যে, তরুণীর কাছে নিজের অভিমান ব্যক্ত করছে সে। সন্তানের এমন আচরণ দেখে হস্তীশাবকের মা শুঁড়ের মধ্যে গাছের কিছু ডালপালা পেঁচিয়ে ফেলে। তার পর সন্তানের সামনে সেই খাবার পরিবেশন করে হাতিটি। খাবার দেখে রাগ-অভিমানের পালা ভুলে যায় সেই হাতির ছানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement