ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের অনতিদূরেই তরুণের বাড়ি। মেঝেতে বিছানা পেতে, মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় আবহাওয়াও মনোরম ছিল। মাঝরাতেও আর ঘুমের ব্যাঘাত ঘটেনি তরুণের। কিন্তু সকালে চোখ খুলতেই চমকে ওঠেন তরুণ। তাঁর পাশে ঘাপটি মেরে শুয়ে রয়েছে বিশাল এক গোখরো।
তা দেখেই সঙ্গে সঙ্গে মশারি থেকে বেরিয়ে গেলেন তিনি। সারা রাত সেই গোখরোটির সঙ্গেই মশারির ভিতর কাটিয়েছেন তা ভাবতেই হিমশীতল স্রোত বয়ে গেল তরুণের শরীরে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ধর্মেন্দ্র সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মশারির ভিতর লাঠি নিয়ে ঢুকে পড়েছেন এক তরুণ। তার পর খালি হাতে সাপের লেজ ধরে সেটিকে ঘরের বাইরে বার করে নিয়ে গেলেন সেই তরুণ। এই ঘটনাটি সম্প্রতি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দাহিশাহি গ্রামে ঘটেছে। এই গ্রামের অনতিদূরেই রয়েছে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প।
সেখানকার দুখর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত দাহিশাহি গ্রামের বাসিন্দা ওই তরুণ। রাতে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় মশারির ভিতর ঢুকে পড়ে একটি গোখরো। সারা রাত তরুণের সঙ্গে মশারির ভিতরেই ছিল গোখরোটি। সকালে উঠে মাথার পাশে বিষধরটিকে দেখে লাফিয়ে ওঠেন তরুণ।
সঙ্গে সঙ্গে বনবিভাগে খবর দেওয়া হয়। খবর পাওয়ামাত্র সেখানে ছুটে যান বনবিভাগের এক কর্মী। খালি হাতে গোখরোটিকে উদ্ধার করে জঙ্গলে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। সারা রাত মশারির ভিতর থাকার পরেও গোখরোটি কামড় দেয়নি দেখে গ্রামবাসীরাও অবাক হয়েছেন।