আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
ডান পা টেনে টেনে চলছেন। মাঝেমধ্যে টলমল করছে পা জোড়া। তা হলে কি কোনও শারীরিক অসুস্থতায় ভুগছেন ডোনাল্ড ট্রাম্প? গল্ফ খেলার কোর্টে আমেরিকার প্রেসিডেন্টের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তেমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটাগরিকদের মনে। ট্রাম্পের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মার-এ-লাগো এস্টেটে গল্ফ খেলছেন ট্রাম্প। কিন্তু গল্ফ কোর্টে গাড়ি থেকে নামার সময় পা নিয়ে সমস্যায় পড়েন তিনি। প্রথমে পা দু’টি ঝাঁকিয়ে নেন। এর পর ডান পা টেনে টেনে হাঁটতে দেখা যায় ট্রাম্পকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, আমেরিকার প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তা হলে কি ভাল নেই ট্রাম্পের শরীর? তিনি কি কোনও বিশেষ শারীরিক সমস্যায় ভুগছেন? যদিও শরীর খারাপের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের মুখপাত্র।
সংবাদমাধ্যম !ডেলি মেল’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ট্রাম্পের ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরাও। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ট্রাম্প তাঁর ডান পা কাঠের টুকরোর মতো নাড়াচ্ছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্থিতিশীল নন ট্রাম্প। পা টলমল করছে। অনেকটা পায়রার মতো লাগছে।’’ কারও কারও আবার দাবি, আমেরিকার প্রসিডেন্ট বার্ধক্যজনিত হাঁটুর ব্যথায় ভুগছেন।
অন্য দিকে পুরো বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিউং বলেছেন, ‘‘দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যম-সহ বিকৃত এবং নৈতিক ভাবে দেউলিয়া উদারপন্থীরা মিথ্যা ছড়াচ্ছে।’’ যদিও সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে ব্রিটেনের এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্পের সম্ভবত ‘নক নি’ রয়েছে। ফলে তাঁর উভয় হাঁটু ভিতরের দিকে বাঁকানো থাকে। এর ফলে বয়সকালে ওই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে বিষয়টি ‘অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস’ বা ‘মাল্টিপল স্ক্লেরোসিস’-এর মতো স্নায়ুর পেশির অবক্ষয়জনিত সমস্যার কারণেও হতে পারে বলে দাবি করেছেন তিনি।