Viral Video

পডকাস্টের মাঝে ‘খুনের খবরে’ বেরিয়ে গেলেন পাকিস্তানের মহিলা পুলিশকর্তা! ‘জঘন্য অভিনয়’, ভিডিয়ো দেখে দাবি নেটপাড়ার

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই মহিলা পুলিশ আধিকারিকের নাম শেহরবানো নকভি। লাহৌরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তিনি। সম্প্রতি পাকিস্তানের এক জনপ্রিয় পডকাস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নকভি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৪
Share:

লাহৌরের এএসপি শেহরবানো নকভি। ছবি: এক্স থেকে নেওয়া।

খুন হয়েছে। এখনই যেতে হবে তাঁকে। পডকাস্ট চলাকালীন সঞ্চালককে তেমনটাই জানিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান পাকিস্তান পুলিশের এক মহিলা আধিকারিক। কিন্তু সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠল নেটপাড়ায়। ট্রোলের শিকার হলেন তিনি। খুনের কথা বলে ওই মহিলা আধিকারিকের পডকাস্ট ছেড়ে চলে যাওয়াকে ‘জঘন্য অভিনয়’-এর তকমা দিলেন নেটাগরিকদের একাংশ। পাকিস্তানের ওই পুলিশের পডকাস্টের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই মহিলা পুলিশ আধিকারিকের নাম শেহরবানো নকভি। লাহৌরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তিনি। সম্প্রতি পাকিস্তানের এক জনপ্রিয় পডকাস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নকভি। কিন্তু সাক্ষাৎকারের মাঝখানেই তাঁর কাছে একটি ফোন আসে। ক্যামেরার সামনেই সেই ফোন ধরেন তিনি। ফোন রাখার পর তিনি ওই পডকাস্টার তরুণকে জানান, একটি খুন হয়েছে এবং তাঁকে তদন্ত করতে যেতে হবে। এর পর পডকাস্ট ছেড়ে বেরিয়ে যান নকভি। ফেরেন এক ঘণ্টা পর।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পডকাস্ট করছেন নকভি। এমন সময় তাঁর ফোন আসে। পডকাস্টার তরুণকে থামিয়ে ফোন ধরেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘‘হ্যাঁ, খুররম? হ্যাঁ? কোথায়? আততায়ী ধরা পড়েছে? খুব ভাল। অপেক্ষা করুন, আমি আসছি।’’ এর পর ফোন রেখে তরুণের দিকে ফিরে তিনি বলেন, ‘‘একটি খুন হয়েছে। আমি গিয়ে দ্রুত তদন্ত করব এবং ফিরে আসব।’’ এই বলে তিনি সেখান থেকে চলে যান। এক ঘণ্টা পরে আবার পডকাস্টে যোগ দেন লাহৌরের এসএসপি। তাঁকে পডকাস্টার খুনের ঘটনার বিষয়ে জানতে চান। উত্তরে নকভি জানান, লাহৌরের কে ব্লকের ডিফেন্স ফেজ়ে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত এবং নিহত পরস্পরের বন্ধু ছিলেন। টাকাপয়সা নিয়ে ঝামেলার কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এএসপি আরও জানান, অভিযুক্তকে হাতেনাতে ধরা হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আলিঝাই ভ্লগ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। লাহৌরের মহিলা পুলিশকর্তাকে কটাক্ষ করতে ছাড়েননি পাক নাগরিকেরাও। নেটাগরিকদের একাংশের দাবি, এসএসপি যেটা করেছেন তার পুরোটাই অভিনয়, নাটক। আদতেও ও রকম কোনও খুন হয়নি। কাজ দেখাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছেন তিনি। অনেকে আবার দাবি করেছেন, যদি কোনও খুন হয়েও থাকে, তা হলেও তার তদন্ত এক ঘণ্টার মধ্যে মিটিয়ে কী ভাবে ফিরলেন এসএসপি? পুলিশের কিছু নিয়ম থাকে। পডকাস্টে সদ্য ঘটে যাওয়া একটি খুনের বিবরণ এত বিস্তারিত ভাবে জানাতে পারে না পুলিশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অসাধারণ! এ রকম জঘন্য অভিনয় করতে কাউকে দেখিনি। হাসিও পাচ্ছে। আচ্ছা যদি খুন হয়েও থাকে, তা হলে এসএসপি পর্যায়ের আধিকারিক এক ঘণ্টা পরে আবার পডকাস্টে যোগ দিতে আসতে পারেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement