Maha Kumbh Mela 2025

প্রেমিকার নির্দেশে দাঁতন বিক্রি! কুম্ভমেলায় পাঁচ দিনে ৪০ হাজার আয় করলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

হাসিমুখে মেলায় পুণ্যার্থীদের ভিড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পাঁচ দিনে সেই দাঁতন বিক্রি করে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করেছেন তরুণ। এই ব্যবসার বুদ্ধিও তাঁকে দিয়েছেন তরুণের প্রেমিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১১:৩৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাঁচ দিন ধরে কুম্ভমেলায় ঘুরছেন তরুণ। তাঁর হাতে এক গোছা নিমের দাঁতন। তা নিয়েই হাসিমুখে মেলায় পুণ্যার্থীদের ভিড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পাঁচ দিনে সেই দাঁতন বিক্রি করে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করেছেন তরুণ। এই ব্যবসার বুদ্ধিও তাঁকে দিয়েছেন তরুণের প্রেমিকা। প্রেমিকার প্রশংসা করে সেই কথাই জানান তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘আদর্শতিওয়ারি ২০২৪৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কুম্ভমেলায় এক তরুণ হাতভর্তি নিমের দাঁতন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অন্য এক তরুণ তাঁকে জিজ্ঞাসা করছেন, এই দাঁতন বিক্রি করে তাঁর আয় হচ্ছে কি না। জবাবে তরুণ বলেন, ‘‘হ্যাঁ। আয় তো হচ্ছেই। আজ পাঁচ দিন হয়ে গেল কুম্ভমেলায় রয়েছি। এখনও পর্যন্ত ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করেছি।’’ রাতের দিকেও দাঁতন বিক্রি করে হাজার হাজার টাকা রোজগার করেন তরুণ। এমনটাই দাবি তাঁর।

কুম্ভমেলায় গিয়ে দাঁতন বিক্রির বুদ্ধি তাঁকে কে দিয়েছেন তা প্রশ্ন করায় একগাল হাসি নিয়ে তরুণ বলেন, ‘‘আমার প্রেমিকাই বলেছিল। এক পয়সাও বিনিয়োগ করতে হবে না। কিন্তু উপার্জন হবে। ওর জন্যই আমি এত টাকা আয় করে ফেলেছি।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এমন সম্পর্কের কথা শুনে খুব ভাল লাগে। আপনারা একসঙ্গে ভাল থাকুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement